ঘুম থেকে তুলে ডেকে নিয়ে ধোবাউড়ায় কৃষককে ছুরিকাঘাতে হত্যা

ঘুম থেকে তুলে ডেকে নিয়ে ধোবাউড়ায় কৃষককে ছুরিকাঘাতে হত্যা

May 4, 2023 74 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ গামারীতলার সাতানীপাড়া এলাকায় ঘুম থেকে তুলে ডেকে নিয়ে লস্কর আলী (৬৫) নামের এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।নিহত লস্কর ওই গ্রামের গুঞ্জর আলীর ছেলে। বুধবার (৩ মে) দিনগত মধ্যরাতে দক্ষিণ গামারীতলার সাতানীপাড়া ধান ক্ষেতে লস্করকে ‍ছুরিকাঘাত করে মৃত ভেবে ফেলে রেখে যায় । কিছুক্ষণ পরে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে যান লস্কর আলী।বৃহস্পতিবার (৪ মে) ভোরের দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান এতথ্য নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন লস্কর আলী। মধ্যরাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে ঘুম থেকে ডেকে নিয়ে বাড়ির পাশে ধানক্ষেতে নিয়ে যান। সেখানে ছুরিকাঘাতে করে মৃত ভেবে ফেলে রেখে যান। কিছুক্ষণ পরে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে যান লস্কর আলী। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ভোরের দিকে তিনি মারা যান।

ওসি টিপু সুলতান বলেন, নিহত লস্কর আলীর সঙ্গে প্রতিবেশীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। লস্করের পরিবারের লোকজন সন্দেহভাজন কয়েকজনের নাম বলেছেন। তবে লিখিত অভিযোগ না দেওয়ায় নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন তিনি। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

সাম্প্রতিক