গাজীপুর সিটি নির্বাচনে আপিলে জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিলঃ মায়ের মনোনয়নপত্র বৈধ

গাজীপুর সিটি নির্বাচনে আপিলে জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিলঃ মায়ের মনোনয়নপত্র বৈধ

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করেও মনোনয়ন পাননি জাহাঙ্গীর আলম। তার করা আপিল নামঞ্জুর হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয়ে জাহাঙ্গীর আলমের আপিলের শুনানি হয়। পরে বিকালে ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশনার মো. সাবিরুল ইসলাম জাহাঙ্গীরের আপিল আবেদনটি নামঞ্জুর করেন।
ফলে জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিল করে ওই সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা যে আদেশ দিয়েছিলেন সেটিই বহাল থাকছে। এ বিষয়ে জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেছেন, এখন আমি উচ্চ আদালতে যাব। আশা করি সেখানে ন্যায় বিচার পাব।
এর আগে গত ৩০শে এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করে গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নবঞ্চিত জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেন। তবে তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

LATEST POSTS