You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বন্যহাতির আক্রমনে নিরীহ মানুষের হত্যার দায় সরকার এড়াতে পারে না ।দীর্ঘ দিন যাবৎ ভারতীয় বন্যহাতির দল মানুষের জান-মালের ক্ষতি করলেও সরকার নির্বিকার।সকারের নির্লিপ্ততা এবং উদাসীনতায় মানুষ বন্যহাতির তান্ডব থেকে পরিবার, ঘরবাড়ি, ফসল রক্ষা করতে যেয়ে জীবন দিচ্ছে।সীমান্তবর্তী এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত অবস্থায় দিন যাপন করছে, রাতে ঘরবাড়ি ছেড়ে সন্তান সন্ততি ,গরু,ছাগল নিয়ে সড়কে নির্ঘুম রাত কাটাচ্ছে। সরকার আতঙ্কগ্রস্ত জনগণের জান মাল রক্ষায় সরকার ব্যার্থ । সরকার বন্য হাতির অনুপ্রবেশ বন্ধে ভারতের সাথে আলোচনা করে কোনও পদক্ষেপ নিচ্ছে না।
তিনি আজ বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নে সীমান্তবর্তী গারো পাহাড় সংলগ্ন ডাকিয়াপাাড়া বাজারে বন্যহাতির অনুপ্রবেশ বন্ধ এবং আক্রমণ থেকে জান-মাল রক্ষা ও হাতির আক্রমনে নিহত,আহত ও ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সাহায্য ও পুনর্বাসনের দাবীতে বিএনপি হালুয়াঘাট উপজেলা শাখা আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । মানববন্ধনে স্থানীয় জনসাধারণ ,বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বন্য হাতির আক্রমনে নিহতদের পরিবার,আহত ও ক্ষতিগ্রস্ত মানুষ অংশ গ্রহন করেন।
এর আগে এমরান সালেহ প্রিন্স আজ দুপুরে বেলতলী গ্রামে গত ২ মে হাতির তান্ডবে নিহত পল্লী চিকিৎসক ইদ্রিস আলীর কবর জিয়ারত , কান্দাপাড়া গ্রামে তার পরিবারের সাথে সাক্ষাৎ এবং কান্দাপাড়া ,লাঞ্চাপাড়া,বরাক গ্রামে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ,ফসলের ক্ষেত পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেন।
তিনি নিহতের পরিবার ও ক্ষতগ্রস্তদেরকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
মানববন্ধনে এমরান সালেহ প্রিন্স বন্য হাতির আক্রমনে নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, সরকারী খরচে আহতদের সু চিকিৎসা , ক্ষয় ক্ষতি নিরুপন করে ঘরবাড়ি নির্মান এবং কৃষকদের পুনর্বাসন দাবী করেন। মানববন্ধনে তিনি তেল,চিনির দাম আবারও বৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যার্থ । প্রতিদিন প্রত্যেকটি দ্রব্যের দাম দফায় দফায় বাড়ছে। সরকার নির্বিকার। সরকারের পৃষ্ঠপোষকতায় তাদের লোকেরা দুর্নীতি ,লুটপাট করে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যের দাম বৃদ্ধি করছে। তীব্র অর্থনৈতিক সঙ্কটে থাকা মানুষের পকেট কেটে তারা নিজেদের পকেট ভরছে,আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে। সীমাহীন লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত। সারের দাম বাড়লেও ধানের দাম নাই।
তিনি বলেন,সরকার জনগণের অধিকার কেড়ে নিয়েছে , জীবন জীবিকা বিপন্ন করে তুলেছে।গণতন্ত্র ও ভোটাধিকার নির্বাসনে পাঠিয়েছে । এখন আবারও সাজানো,পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে।এ অবস্থা আর চলতে দেয়া যায় না । তিনি সর্ব সাধারণের প্রতি জন জীবন বিপন্নকারী ও গণতন্ত্র ,ভোটাধিকার হরনকারী সরকারের বিরুদ্ধে আন্দোলনে শামিল হবার আহ্বান জানিয়ে বলেন, গণদাবী উপেক্ষা করে আবারও নির্বাচনের নামে প্রহসন করতে চাইলে দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে । নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন হবে না।
মানববন্ধনে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, আলমগীর আলম বিপ্লব, উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, কাজী ফরিদ আহমেদ পলাশ,রফিকুল ইসলাম, জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান ,তারিকুল ইসলাম চঞ্চল , উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলিমুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, উপজেলা মস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন , উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম,জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক ও উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন,পৌর ছাত্র দলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর , উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান এবং ইউনিয়ন বিএনপি নেতা কসিম উদ্দিন জোয়ারদার, ওসমান আলী জোয়ারদার, সুরুজ্জামান সাগর,সারোয়ার হোসেন, আবদুল হাই ,সুলতান উদ্দিন মেম্বার, আবদুল মালেক প্রমুখ বক্তব্য রাখেন ।##