নানা বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহে রবীন্দ্রজয়ন্তী পালিত

নানা বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহে রবীন্দ্রজয়ন্তী পালিত

May 8, 2023 191 Views

মতিউল আলম, ময়মনসিংহ 

নানা বর্নাঢ্য আয়োজনে ময়মনসিংহে আজ সোমবার দিনব্যাপী সরকারী বেসরকারী সংগঠনের উদ্যোগে রবীন্দ্রজয়ন্তী পালিত হয়েছে।
আজ সোমবার সকাল ৬টায় ময়মনসিংহ নগরীর বৈশাখী মঞ্চে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে জয়নুল উদ্যানে সংগীত ও আবৃত্তির মাধ্যমে রবীন্দ্রজয়ন্তী পালিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. শাহ মোহাম্মদ আতিকুল হক ও সংগঠনের সভাপতির বক্তব্য রাখেন ডঃ মোহাম্মদ মনজুরুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন শিশুতীর্থ আনন্দ ধ্বনি সংগীত বিদ্যায়তন এর আবৃতি বিভাগের শিক্ষক আফরিন জাহান। সংগীত অনুষ্ঠান পরিচালনা করেন শিশুতীর্থ আনন্দ ধ্বনি সংগীত বিদ্যায়তন এর অধ্যক্ষ মামুনুল ইসলাম। সংগীত পরিবেশন করেন অধ্যক্ষ মামুনুল ইসলাম, সংগীত শিক্ষক মাহফুজুর রহমান বাবু, তপদী রায়সহ শিক্ষার্থীবৃন্দ।


সকাল সাড়ে ৮টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্প একাডেমীর আয়োজনে রবীন্দ্র মেলাসহ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আরজু পারভেজ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পকলার শিক্ষক, শিক্ষাথীসহ বিভিন্ন সংগঠনের শিল্পীবৃন্দ।যেখানে ছিল আলোক প্রজ্বলন, চিত্রকর্ম প্রদর্শনী, নৃত্য, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গীতি নৃত্যনাট্য-চন্ডালিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন আলোচনা সভাসহ নানা আয়োজনে বিশ্বকবির জন্মবার্ষিকী উদযাপন করেছে।

সন্ধ্যায় ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে।

রবীন্দ্রনাথ ঠাকুর একজন কালজয়ী কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক। মূলত কবি হিসেবেই তাঁর প্রতিভা বিশ্বময় স্বীকৃত। ১৯১৩ খ্রিষ্টাব্দে তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। এশিয়ার বিদগ্ধ ও বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম এই পুরস্কার জয়ের গৌরব অর্জন করেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ খ্রিষ্টাব্দের ৮ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে। তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এই পরিবারের পূর্বপুরুষ পূর্ববঙ্গ থেকে ব্যবসা সূত্রে কলকাতায় গিয়ে বসবাস শুরু করেন।

রবীন্দ্রনাথের আনুষ্ঠানিক শিক্ষা শুরু হয় কলকাতার ওরিয়েন্টাল সেমিনারিতে। পরে বেশ কয়েক বছর তিনি পড়েন বিদ্যাসাগর প্রতিষ্ঠিত নর্মাল স্কুলে। সেখানেই তাঁর বাংলা শিক্ষার ভিত্তি তৈরি হয়। সবশেষে তাঁকে ভর্তি করা হয় সেন্ট জেভিয়ার্সে। কিন্তু অনিয়মিত উপস্থিতির জন্য তাঁর স্কুলে পড়া বন্ধ হয়ে যায়।

সাম্প্রতিক