ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি ও মামলা সংক্রান্ত বিরোধে ছয় জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার দুপুরে ওই ঘটনাটি ঘটে।
জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌর এলাকার শিমরাইল গ্রামের কমিশনার শফিকুল ইসলাম লিংকনদের সাথে একই গ্রামের রুহুল আমিনের জমি-জমা ও পুরনো মামলা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে লিংকন কমিশনারের লোকজন প্রতিপক্ষ রুহুল আমিনের লোকজনের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। সেই হামলায় রুহুল আমিনসহ ছয়জন গুরুতর আহত হয়। এদিকে রুহুল আমিন ও তার লোকজনের উপর হামলা হওয়ায় ৯৯৯ ফোন করে পুলিশে সহযোগিতা চান তাদের পরিবারের লোকজন। পরে খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখানে আহতদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের প্রেরণ করেন। আহতরা হলেন, শিমরাইল গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে রুহুল আমিন (৪০), রুকন উদ্দিন (৩৮), লোকমান (৩৬), সুজন মিয়া (৩৪), রুবেল মিয়া (৩২), ও সিরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (২৭)।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধে ও বিভিন্ন মামলা নিয়ে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এঘটনায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।