স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ নিয়মিত মামলার আসামী এবং আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই মোঃ রুবেল মিয়ার নেতৃত্বে একটি টীম গাঙ্গিনার পাড় ট্রাফিক মোড় এলাকা থেকে সন্দিগ্ধ ডাকাত মোঃ শিপন, এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টীম মরাকুড়ি বাজার এলাকা থেকে অন্যান্য মামলার আসামী বেনজুর, এএসআই ওমর ফারুকের নেতৃত্বে একটি টীম অভিযান অত্র থানাধীন শম্ভুগঞ্জ মোড় থেকে জনাসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে আসামী নাঈম, মামুন, ইয়াছিন, এসআই উত্তম কুমার দাসের নেতৃত্বে একটি টীম অন্যান্য মামলার আসামী এসএম মশউির রহমান মুন্না, এএসআই মোঃ রুবেল মিয়া, ১নং পুলিশ ফাঁড়ির নেতৃত্বে একটি টীম গাঙ্গিনারপাড় বারি প্লাজার সামনে থেকে জনাসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে আসামী আলহাজ্ব পরামানিক, এএসআই নূর ইসলামের নেতৃত্বে একটি টীম অবস্থায় জনাসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে আসামী মোঃ দোলোয়ার হোসেন, মোঃ সাদ্দাম মিয়া, মোঃ সুজন, মোঃ শাহজাহান, মোঃ আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এএসআই হযরত আলী, সাইফুল ইসলাম-২, মিজাননুর রহমান পৃথক অভিযান পরিচালনা করে পরোয়ানা ভুক্ত আরো ৩ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। তারা হলো, পলাশ রবি দাস, মোঃ রফিকুল ইসলাম ওরফে রফিক ও ফরিদ মিয়া। তাদেরকে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।