‘হোয়াটসঅ্যাপ বিশ্বাস করা যায় না’–ইলন মাস্ক

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ  আমাদের সব কথোপকথন শুনছে হোয়াটসঅ্যাপ? ইনস্ট্যান্ট মেসেজিং এই অ্যাপসকে তাহলে একেবারেই বিশ্বাস করা যায় না! উত্তর যাই হোক না কেন, সম্প্রতি টুইটার বস ইলন মাস্ক এমন অভিযোগই করেছেন। তবে তিনি সবার আগে এই অভিযোগ না করলেও টুইটারের এক ইঞ্জিনিয়ারের টুইট পোস্ট করে বিষয়টিকে আরও জোড়ালো করেছেন।
ফোয়াদ দাবিরি নামের ইঞ্জিনিয়ারের পোস্টকে উদ্ধৃত করে ইলন মাস্ক বলছেন, ‘হোয়াটসঅ্যাপ বিশ্বাস করা যায় না’।
তার এই টুইটটি ৮৬ মিলিয়ন ভিউ হয়েছে।
ফোয়াদ দাবিরির দাবি, তিনি যখন রাতে ঘুমান সে সময় তার পিক্সেল ফোনের ব্যাকগ্রাউন্ডে মাইক্রোফোন ব্যবহার করে হোয়াটসঅ্যাপ।
বলেন, আমি যখন ঘুমাচ্ছিলাম, তখন হোয়াটসঅ্যাপ ব্যাকগ্রাউন্ডে মাইক্রোফোন ব্যবহার করছিল। সকাল ৬টায় আমি যখন ঘুম থেকে উঠলাম, তখনও এই কাজ চালিয়ে যাওয়া হচ্ছিল।
এর সঙ্গে তিনি জুড়ে দেন একটি স্ক্রিনশটও। যেখানে ভোর ৪টা ২০ মিনিট থেকে সকাল ৬ টা ২৫ মিনিট পর্যন্ত সময় উল্লেখ রয়েছে। অর্থাৎ ওই সময়গুলোতে আড়িপাতা হচ্ছিল।
এদিকে এসব অভিযোগের বিষয় হোয়াটসঅ্যাপ স্বীকার করলেও এর জন্য অ্যান্ড্রয়েডকে দায়ী করেছে তারা পুরোপুরি।
বলছে, এটি অ্যান্ড্রয়েডের সমস্যা। হোয়াটসঅ্যাপের সব মেসেজ এবং কল এন্ড-টু-এন্ড এনক্রিপটেড, অর্থাৎ সুরক্ষিত।
ওদিকে অনলাইন মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়, গুগলের মুখপাত্র বলেছেন, আমরা সমস্যাটি সম্পর্কে সচেতন। তদন্তের জন্য হোয়াটসঅ্যাপের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার