গফরগাঁওয়ে গলায় লিচুর বিচি আটকে ছোট্ট শিশুর মৃত্যু

গফরগাঁওয়ে গলায় লিচুর বিচি আটকে ছোট্ট শিশুর মৃত্যু

BMTV Desk No Comments

গফরগাঁও  সংবাদদাতা,  বিএমটিভি নিউজঃ   ময়মনসিংহের গফরগাঁওয়ে নানা বাড়ি থেকে আনা লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে  ছোট্ট এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার (১২ মে) দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে। নিহত জুনায়েদ (০১)। সে ওই গ্রামের আশরাফুল আলমের ছেলে।
এর আগে ৯ মে মঙ্গলবার নান্দাইল চন্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের নানার বাড়িতে লিচু খাওয়ার সময় নুসরাত নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়।
নুসরাত ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের কালান্দর গ্রামের মো. বাদল মিয়া মেয়ে।
শিশু জুনায়েদের পরিবারের লোকজন জানান, দুপুরে নানাবাড়ি থেকে আনা লিচু নিজে নিজে বাকল পরিস্কার করে খাচ্ছিল জুনায়েদ। এ সময় হঠাৎ একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়।
পরে তাকে দ্রæত গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে হাসপাতল সূত্রে জানা যায়, হাসপাতালে নেয়ার বেশ আগেই শিশুটির মৃত্যু হয়।
স্থানীয় ২ ওয়ার্ডের সদস্য (মেম্বার) ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। শোনার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের শান্তনা দেয়ার চেষ্টা করেছি।##