You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে চাঁদপুরের সঙ্গে সারাদেশের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাত সোয়া ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে।সূত্র জানায়, বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় মোখা ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসতে থাকায় এবং এর তীব্রতা বাড়তে থাকায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ৮ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে।
৮ নম্বর মহাবিপদ সংকেতের মানে হচ্ছে বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ মাত্রার ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার বা এর বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে বামদিকে রেখে উপকূল অতিক্রম করবে।বিআইডব্লিউটিএ পরিচালক (নৌ-নিট্রা) এর নির্দেশে শুক্রবার (১২ মে) রাত ১০:১৫ টা থেকে পরবর্তী নির্দেশ দেয়ার আগ পর্যন্ত চাঁদপুর-ঢাকা, চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌপথের সকল ধরনের লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।