মসিকের রাস্তা কেটে ৬ পরিবারকে ভোগান্তিতে ফেলল ইসলাম মহাজন

মসিকের রাস্তা কেটে ৬ পরিবারকে ভোগান্তিতে ফেলল ইসলাম মহাজন

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ   ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের আকুয়া দক্ষিণ পাড়ায় ইসলাম মহাজন নামে একজনের বিরুদ্ধে রাস্তা কেটে প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে চলাচল না করতে পেরে অবরুদ্ধ হয়ে পড়েছে ৬ পরিবারের সদস্যরা। অভিযোগ পেয়ে সরেজমিন পরিদর্শন করে কাজ বন্ধ করার কথা জানিয়েছেন মসিকের কর্মকর্তারা।

সরেজমিন গিয়ে জানাযায়, আকুয়া দক্ষিণ পাড়ায় একটি রাস্তা দিয়ে প্রায় ১৮ বছর ধরে মানুষ যাতায়াত করছে। সম্প্রতি ইসলাম মহাজন রাস্তাটি কেটে প্রাচীর নির্মাণ কাজ শুরু করে। এতে স্থানীয়রা চলাচলে ভোগান্তিতে পড়ে। পরে এবিষয়ে তারা সিটি করপোরেশনে অভিযোগ দায়ের করলে কর্তৃপক্ষ কাজ বন্ধ করে বিষয়টি নিয়ে বসার সিদ্ধান্ত নেয়।

ভুক্তভোগি আব্দুর রাজ্জাক বলেন, এটি সাবেক আকুয়া ইউনিয়ন পরিষদের রাস্তা ছিল। বর্তমানে সিটি করপোরেশনের রাস্তা। ইসলাম মহাজন রাস্তা ছাড়া জমি কিনে তার জমিতে যেতে না পেরে আমাদের ওপর ক্ষোভে তার সীমানার মধ্যে সরকারি রাস্তা পুরোটা কেটে সীমানা প্রাচীর নির্মাণ করছে। এতে করে আমাদের কয়েকটি পরিবারের চলাচলে খুবই সমস্যা হচ্ছে। একটা মানুষ কিভাবে সরকারি রাস্তা কেটে আরেকজনের সমস্যা সৃষ্টি করে তা আমার বোধগম্য নয়।

অভিযুক্ত ইসলাম মহাজন বলেন, আমার বাড়ির সামনে দিয়ে রাস্তা না দিলে তা কখনো সরকারি হতো না। আব্দুর রাজ্জাকের কাছ থেকে যখন জমিটি কিনি তখন তারা বলেছিল রাস্তা দেবে। কিন্তু এখন রাস্তা না দেওয়ায় আমি জমিতে যেতে পারছিনা। তাই আমার বাড়ির সামনে দিয়ে তাদের চলাচল করতে দিব না। তাই রাস্তা কেটে দিয়েছি।

ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার বলেন, রাস্তা কাটার অভিযোগ পেয়ে স্থানীয় কাউন্সিলর নিয়ে সরেজমিন পরিদর্শন করে কাজ বন্ধের নির্দেশনা দিয়েছি। কারো এভাবে সরকারি রাস্তা কাটার কোন সুযোগ নেই। আমরা অচিরেই উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।