আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি ও বন্ধ স্টেশন চালুর দাবিতে জামালপুরে ৫ ঘণ্টা রেলপথ অবরোধ

আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি ও বন্ধ স্টেশন চালুর দাবিতে জামালপুরে ৫ ঘণ্টা রেলপথ অবরোধ

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ 

আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি ও বন্ধ রেলস্টেশন চালুর দাবিতে জামালপুরে নরুন্দি রেলস্টেশনে ৫ ঘণ্টা রেলপথ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। এসময় দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন নরুন্দি রেলস্টেশনে আটকা পড়ে।

বুধবার (১৭ মে) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নরুন্দি রেলস্টেশনে নরুন্দি রেলওয়ে যাত্রী কল্যাণ সমিতি এ কর্মসূচির আয়োজন করে।বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয়রা জানান, লোকবলের অভাবে দীর্ঘদিন থেকে নরুন্দি রেলস্টেশনের সব কার্যক্রম বন্ধ রয়েছে। যার কারণে এ রেলস্টেশনে এলাকার বিক্ষুব্ধ শতাধিক লোক ওই স্টেশনের লাইনের ওপর স্লিপার ফেলে বিক্ষোভ শুরু করেন। রেললাইন অবরোধ করার কারণে ঢাকা থেকে জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ওই স্টেশনে আন্দোলনের মুখে পড়ে।

এদিকে আন্দোলনে অংশ নিয়ে বক্তব্য দেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কাজী মসিউর রহমান, নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক ভুট্টু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এ স্টেশন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। আন্তঃনগর কোন ট্রেনের স্টেশনে বিরতি দেয় না। স্টেশনে যাত্রা বিরতি দিলে প্রতিদিন হাজারেরও বেশি কর্মজীবী মানুষ এ স্টেশন থেকে যাতায়াত করতে পারবে।