কমলগঞ্জ ট্রেনের বগিসহ ট্রেনের ইঞ্জিন দুর্ঘটনাঃ সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

কমলগঞ্জ ট্রেনের বগিসহ ট্রেনের ইঞ্জিন দুর্ঘটনাঃ সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ 
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের দুটি বগিসহ ট্রেনের ইঞ্জিন দুর্ঘটনায় কবলিত হয়েছে। আজ শনিবার ভোর পৌনে ৫টার দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর এ দুর্ঘটনা ঘটে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ট্রেন দুর্ঘটনার ফলে ঢাকাগামী আন্তঃনগর কালনি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ জানান, ভোর ৪টা ৩৫ মিনিটে ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে। ট্রেনটি ২৯২/৮ এলাকা অতিক্রমকালে ঝড়ে পড়া বড় একটি গাছের সাথে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিন রেললাইনে আড়াআড়ি ছিটকে পড়ে। এতে ইঞ্জিনের সাথের দুটি বগি হেলে পড়ে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।সরজমিন গিয়ে দেখা যায়, রেললাইনের বিভিন্ন স্থানে রেল লাইনের উপর ঝড়ে পড়া গাছ কেটে সরাচ্ছেন রেলকর্মীরা। ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, ট্রেনের ইঞ্জিন রেললাইনের উপরে আড়াআড়ি পড়ে আছে। এর পিছনে হেলে পড়ে আছে দুটি বগি। ট্রেন যাত্রী শিউলি বলেন, ট্রেনের ঝাঁকুনিতে জান চলে যায়।

LATEST POSTS