স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর শিববাড়ি আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে টাউন হলে গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্বদেন জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। পরে টাউন হলে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করে বিএনপি নেতা আবু সাঈদ চাদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।##