এনায়েতুর রহমান,ফুলবাড়ীয়া থেকে : ময়মনসিংহের ফুলবাড়ীয়ার সোমবার(২২ মে) দুপুরে ‘কালাদহ বাজার আনসার ও ভিডিপি ক্লাবের সদস্যদের মাঝে সমিতির
লভ্যাংশ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ রেঞ্জের রেঞ্জ কমান্ডার ড. মো: সাইফুর রহমান বিভিএম (বার) পিএএমএস বলেন সামনে জাতীয় সংসদ নির্বাচন এই সময়ে জঙ্গি তৎপরতা সহ নানা অপরাধ সংগঠিত হওয়ার আগে তথ্য দিতে হবে। যাতে কোন অপরাধ সংগঠিত না হয়। সরকারের সফলতা রন্ধে রন্ধে, বিরোধী জোটে নয়, নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করতে হবে। সেগুলো বিবেচনা পূর্বক আগামীদিনের সরকার নির্বাচনে মানুষকে উদ্ধুদ্ধ করতে হবে। আমাদের জীবনমানের অনেক অগ্রগতি হয়েছে তবে বিশে^র অনেক দেশের তুলনায় বাংলাদেশে পণ্যের দাম কম। ৪৫০ টাকা পুজি নিয়ে শুরু হওয়া ‘ কালাদহ বাজার আনসার ও ভিডিপি ক্লাব’ এখন সারে ৩ কোটি টাকায় উপনীত হয়েছে।
একদিন দেশের শ্রেষ্ঠ ক্লাবে পরিণত হবে এটি। উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রত্মা ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহের জেলাকমান্ড্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস বিএএমএস। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় পর্যায়ে ৬বার পদকপ্রাপ্ত মোশাররফ হোসেন দুলাল। পরে ৩২ জন সদস্যের মাঝে ৪০ হাজার টাকা হারে লভ্যাংশ বিতরণ করা হয়।##