প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার বিএনপির নেতা চাঁদের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার বিএনপির নেতা চাঁদের বিরুদ্ধে মামলা

May 22, 2023 80 Views

বিএমটিভি নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। হত্যার হুমকির ঘটনায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে কিনা জানতে চেয়েছেন হাইকোর্ট। তবে এখনো কোন আসামি গ্রেপ্তার হয়নি বলে হাইকোর্টকে জানিয়েছেন রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।
আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে কি না জানতে চাইলে এ কথা জানান তিনি। পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন হাইকোর্টকে জানান, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় পুঠিয়া থানায় মামলা হয়েছে। তবে এখনো কোন আসামি গ্রেপ্তার হয়নি।
এর আগে সোমবার সকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন। এ সময় আদালত ওই আসামিকে গ্রেপ্তার করার বিষয়টি রাষ্ট্রপক্ষকে অবহিত করতে বলেন।
গত ১৯শে মে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দেয়ার সময় ‘শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে’ বলে মন্তব্য করেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

সাম্প্রতিক