ময়মনসিংহে বিএনপির বিশাল পদযাত্রায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স ‘এই সরকার বিদায় না হলে দেশ ধ্বংস হয়ে যাবে’

image

You must need to login..!

Description

মতিউল আলম, ময়মনসিংহ
অবিলম্বে সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার হরণকারি আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। এই সরকার বিদায় না হলে দেশ ধ্বংস হয়ে যাবে। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে গায়েবী মামলায় গ্রেফতার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি, লোডশেডিং ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে পদযাত্রা পুর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

খুন, গুম, মিথ্যাচার, দুর্ণীতি আওয়ামী লীগের রাজনীতি , এ কথা উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ পতন ঠেকাতে সন্ত্রাস, নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। এসব করে চলমান আন্দোলন দমন করা যাবে না।

তিনি আজ দুপুরে ময়মনসিংহ টাউন হল মাঠে মহানগর বিএনপির পদযাত্রা পুর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন । মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম।
সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, আন্দোলন সরকার বেসামাল হয়ে পড়েছে।চাপাবাজী ,ধাপ্পাবাজী,ফাপরবাজী করে তারা আবার ক্ষমতায় টিকে থাকতে চায়। এমরান সালেহ প্রিন্স আরও বলেন, সরকারের দুর্নীতি ও ব্যার্থতায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন উর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত ।মানুষ নিদারুন কষ্টে মানবেতর জীবনযাপন করলেও মন্ত্রীরা দ্রব্যমূল্য নিয়ে মিথ্যাচার করে জনগণের সাথে মশকরা করছে। সরকার গণতন্ত্র , মত প্রকাশের স্বাধীনতা হরণ করে এমন কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করেছে, যেখানে মানুষ নিজের দুঃখ-কষ্টের কথা প্রকাশ করতে পারছে না, প্রতিবাদ করলে , সত্য কথা লিখলে গায়েবী মামলা দিয়ে বিরোধী দলের নেতাকর্মী ও সাংবাদিকদের গ্রেফতার হয়। তিনি বলেন, সরকারের নিষ্ঠুর দমন নিপীড়নের বিরুদ্ধে সারা বিশ্ব ধিক্কার জানাচ্ছে । এবার তাদের বিদায় নিতেই হবে। তিনি বলেন, দেশে দুর্ণীতির সুনামী শুরু হয়েছে । দুর্নীতি ,লুটপাট, অর্থপাচার করছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।
ওয়ারেস আলী মামুন বলেন, হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থেকে সরকারের কূট কৌশল উপড়ে ফেলতে হবে । শরীফুল আলম বলেন,চূড়ান্ত আন্দোলন শুরু হয়ে গেছে। এই আন্দোলনকে ধাপে ধাপে গণ অভূত্থানে পরিনত করতে হবে ।

সমাবেশ শেষে পদযাত্রা টাউন হল মাঠ থেকে শুরু হয়ে নতুন বাজার,বাগান বাড়ী হয়ে হরি কিশোর রায় রোড বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।

পদযাত্রায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ,সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলী ,,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম,যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ মহানগরে বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ শিব্বির আহমেদ বুলু,ফারজানা রহমান হোসনা, এ্যাড.এম এ হান্নান খান,কায়কোবাদ মামুন,শামীম আজাদ,মাহবুবুল আলম, লিটন আকন্দ, ময়মনসিংহ মহানগর যুব দলের আহ্বায়ক মোজাম্মেল হক টুটু,সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিল, ছাত্র দলের সভাপতি নাইমুল করিম লুইন,সাধারণ সম্পাদক তানভির আহমেদ রবিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুল ইসলাম ফয়সাল, সাধারণ সম্পাদক জিএস মাহবুব, শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মহিলা দলের সভাপতি খালেদা আতিক,সাধারণ সম্পাদিকা ফারিয়া তাসনিম তিথিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ,সমর্থক,শুভানূধ্যায়ী অংশ নেন।

এছাড়াও বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের বাহির শিমুল বাজারে ২৮ মে ময়মনসিংহে অনুষ্ঠিতব্য জনসমাবেশ সফল করতে লিফলেট বিতরণ ,গণ সংযোগ করেন এবং পথ সভায় বক্তব্য রাখেন ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার