
You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহানগরীর হরগ্রাম এলাকা থেকে বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তার গ্রেপ্তারের বিষয়টি জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনিসুর রহমান।
উল্লেখ্য, গত ১৯শে মে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দেয়ার সময় ‘শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে’ বলে মন্তব্য করেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজনৈতিক অঙ্গনে। বিএনপি নেতা চাঁদের গ্রেপ্তারের দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।