You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে ছুটি ঘোষণা করার দাবি জানিয়েছেন কবির নাতনি খিলখিল কাজী। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ছুটি ঘোষণা করা হয়। আমরা অনেকদিন ধরে বলে আসছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনও ছুটি ঘোষণা করা হোক। ছুটি ঘোষণা করা হলে নির্যাতিত নিপীড়িত মানুষসহ সর্বস্তরের মানুষ জানতে পারবে আমরা যে ছুটি পেলাম সেটা কাজী নজরুল ইসলামের জন্মদিনের। বৃহস্পতিবার জাতীয় কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
খিলখিল কাজী বলেন, তার যে লেখনিগুলো সেগুলো শুধু বাংলার মধ্যে রাখলে হবে না, বিভিন্ন ভাষায় অনুবাদ করে সেগুলো পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। জাতিসংঘের কাছে আবেদন করছি, কবিতাটি হ্যারিটেজ করা হোক এবং এবং পৃথিবীর বুকে হ্যারিটেজ করে কবিতাটি রেভেল করে ছড়িয়ে দেয়া হোক। তিনি মানুষকে নিয়ে লিখেছেন বলে আজও প্রাসঙ্গিক।
প্রসঙ্গত, ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৫ মে) বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার ডাক নাম ‘দুখু মিয়া’।