ময়মনসিংহ পুলিশ অভিযানে চোরাই ১১ মোবাইল উদ্ধারঃ ৩ মোবাইল চোরসহ গ্রেফতার ২১

ময়মনসিংহ পুলিশ অভিযানে চোরাই ১১ মোবাইল উদ্ধারঃ ৩ মোবাইল চোরসহ গ্রেফতার ২১

May 27, 2023 87 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৩জন মোবাইল চোরসহ ২১ জন আসামীকে গ্রেফতার করেছে। মোবাইল চোরদের কাছ থেকে ১১টি চোরাই উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ২১ জনকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, কোতোয়ালীর ১নং পুলিশ ফাঁড়ি, এসআই(নিঃ) মোঃ রুবেল মিয়া সংগীয় ফোর্স ২৬ মে সোয়া ১১টায় কোতোয়ালী মডেল থানার বাঘমারা পুরাতন মেডিকেল গেইটের সামনে হতে চোর চক্রের ৩জন সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার সেলবরশ ( উত্তর বীর)এর ডুমন মিয়ার ছেলে সাগর(২৮), নোয়াখালী সদর থানার পূর্ব সোলকিয়া উত্তর ওয়াবদার বাজার, নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম(২৮), ময়মনসিংহ কোতোয়ালীর একাডেমী রোড, জামতলার ফজলুল হকের ছেলে মোঃ রাসেল (৩৭)। তাদের নিকট হতে একটি নীল রঙের HUAWEI android মোবাইল ফোন, যার মুল্য অনুমান ১৫,০০০( পনের হাজার) টাকা, একটি আকাশী রঙের VIVO android মোবাইল ফোন, যার মুল্য অনুমান ২০,০০০/- (বিশ হাজার) টাকা, একটি কালো Symphony বাটন মোবাইল, যার মুল্য অনুমান ২,০০০/-(দুই হাজার) টাকা, একটি কালো রঙের ‍Samsung বাটন মোবাইল ফোন, যার মুল্য অনুমান ২,০০০/- (দুই হাজার) টাকা, একটি সাদা রঙের Symphony android মোবাইল ফোন, যার মুল্য অনুমান ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা, একটি কালো রঙের WALTON মোবাইল ফোন, যার মুল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার) টাকা, একটি সাদা ও কালো রঙের Realme android মোবাইল ফোন, যার মুল্য অনুমান ১৫,০০০/-(পনের হাজার) টাকা, একটি TECNO SPARK android মোবাইল ফোন, যার মুল্য অনুমান ১৫,০০০/-(পনের হাজার) টাকা, একটি নীল রঙের NOKIA android মোবাইল ফোন, যাহার মুল্য অনুমান ১২,০০০/-(বার হাজার) টাকা একটি অ্যাশ কালার Infinix android মোবাইল ফোন, যার মুল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার) টাকা , একটি কালো রঙের TECNO android মোবাইল ফোন, যাহার মুল্য অনুমান ৬,০০০/-(ছয় হাজার) টাকা, সর্বমোট মুল্য অনুমান ১,২২,০০০/-( এক লক্ষ বাইশ হাজার) টাকা উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার গন্দ্রপা উত্তর পাড়া হতে মাদক মামলার আসামী মোঃ তুহিন (২৮), পিতা-নূরুল হক (পেপন), সাং-সানকিপাড়া, জিয়া (২৭), পিতা-মোঃ নূর উদ্দিন, সাং-গন্দ্রপা উত্তর পাড়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাদের নিকট হইতে ০৬(ছয়)গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার জেলখানা গুদারাঘাট এলাকা হতে চুরি মামলার আসামী ১। মোঃ লাল চান (৩২), পিতামৃত-খুসিমুদ্দিন, মাতা-রাবেয়া খাতুন, সাং-চর ভবানীপুর মধ্যপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) কামরুল হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হতে ডাকাতির চেষ্টা মামলার আসামী সোহেল মিয়া (৪১), সাং- সেহড়া মুন্সীবাড়ী, কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) রুবেল মিয়া এর নেতৃত্বে একটি টীম অভিযান অত্র থানাধীন বাঘমারা মেডিকেল গেইট পাঁকা রাস্তার উপর হতে অন্যান্য মামলার আসামী বাবু তালুকদার(৩০), সাং-কালীবাড়ী কবরখানা রোড, ইমান আলী (৩৫),সাং-কেওয়াটখালী উভয় থানা-কোতোয়ালী, ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এএসআই (নিঃ) হয়রত আলী এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার ০৫নং সিরতা ইউপি ফলিয়ামারী গ্রাম হতে অন্যান্য মামলার আসামী শাহিন আলম (৪০), পিতামৃত-হরমুজ আলী, সাং-মির্জাপুর, ফারুক হোসেন (৪৬), পিতামৃত-আঃ সালাম, সাং-উজান ঘাগড়া, সাখাওয়াত হোসেন সবুজ (৩৮), পিতা-মোঃ আলীউদ্দিন মোল্লা, সাং-ভাটি দাপুনিয়া, মোঃ রুবেল (২৫), পিতামৃত-ইদ্রিস আলী, সাং-খাগডহর, মোঃ হুমায়ুন (৩৫), পিতামৃত-শুক্কুর খা, সাং-কলেজ রোড, সর্ব থানা-কোতোয়ালী, ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
এএসআই (নিঃ) মাহমুদুল হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার আকুয়া বাইপাস মোড় হতে অন্যান্য মামলার আসামী হাফিজুল (৪০), পিতামৃত-আঃ গফুর, সাং-মধ্য বাড়েরা, কালা মিয়া (৪২), পিতা-মোয়াজ্জেম হোসেন, সাং-শষ্যমালা কোনাপাড়া, রানা (২৮), পিতা-তাহের,সাং-আকুযা বাইপাস, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই(নিঃ)জহিরুল ইসলাম, শাহজালাল এবং এএসআই(নিঃ)আমির হামজা, মাহমুদুল হাসান প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০২টি সিআর সাজা ও ০২টি জিআর বডি তামিল করেন। , সিআর সাজা গ্রেফতারী পরোয়নায় মোঃ আনোয়ার, মোঃ আমিনুল ইসলাম, জিআর গ্রেফতারী পরোয়নায় মোঃ রাব্বী (২৮), ফয়সাল (২৬) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে

সাম্প্রতিক