স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
মাদক সেবীরা মাদকাসক্ত ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় তাদের পুরস্কৃত করেন এবং আমিরাবাদ হাবীব ভিলা মাদক নিরাময় কেন্দ্রে চাকুরীর ব্যবস্থা করে দিয়েছেন ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ, মোহাম্মদ শাহ কামাল আকন্দ পিপিএম (বার)।মাদকাসক্ত ২জন মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে আসায় পরিবারের পক্ষে অভিভাবকরা কোতোয়ালী পুলিশের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় অফিসার ইনচার্জ, মোহাম্মদ শাহ কামাল আকন্দ পিপিএম (বার)এর উদ্যোগে আজ সোমবার বিকাল ৩টায় নতুন বাজার, বিদ্যাময়ী স্কুলের পিছনে আবুল কাশেমের শহিদুর রহমান (২৩), ২নং গিরিশ চক্রবর্তী রোড, মৃতঃ সুকুমার পাল চৌধুরীর ছেলে সাগর পাল চৌধুরী (৪৬), উভয় থানা-কোতোয়ালী, ময়মনসিংহদ্বয় মাদকাসক্ত থাকা অবস্থায়, মাদক নিরাময় কেন্দ্র হতে সেবা গ্রহন করে বর্তমানে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় অফিসার ইনচার্জ, মোহাম্মদ শাহ কামাল আকন্দ তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন্। তিনি মাদকের কু-ফলতা সম্পর্কে আলোচনা ও সুস্থ্য, সুন্দর স্বাভাবিক জীবন যাপনের জন্য সু-পরামর্শ প্রদান করেন। ইহা ছাড়াও সুস্থ্য জীবনে ফিরে আসায় তাদের পুরস্কৃত করা সহ আমিরাবাদ হাবীব ভিলা মাদক নিরাময় কেন্দ্রে চাকরির ব্যবস্থা করা হয়।