নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে কাভার্ডভ্যানঃ ঘুমিয়ে থাকা মা ও মেয়ের মৃত্যু

নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে কাভার্ডভ্যানঃ ঘুমিয়ে থাকা মা ও মেয়ের মৃত্যু

May 30, 2023 100 Views

বিএমটিভি নিউজ ডেস্কঃ

টাঙ্গাইলের ধনবাড়িতে একটি বেপরোয়া কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বসতঘরে ঢুকে পড়ে। এতে ঘরে ঘুমিয়ে থাকা মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন বাবা গণেশ চন্দ্র রবি দাস। তাকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২৯ মে) রাত ৩টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার নল্লা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার নল্লা এলাকার গণেশ চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রানী দাস (৪২) ও মেয়ে রাধিকা রানী দাস (১২)।ধনবাড়ী থানা অফিসার ইনচার্জ এম জসিম উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি পণ্যবাহী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নল্লা এলাকার গণেশ চন্দ্র রবি দাসের বাড়িতে উঠে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় থাকা মা ও মেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় বাবা গুরুতর আহত হন। পরে গুরু¡র আহত গণেশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

সাম্প্রতিক