ফুলবাড়ীয়ায় ইউপি সদস্যকে পেটালেন চেয়ারম্যানের সমর্থকরা

ফুলবাড়ীয়ায় ইউপি সদস্যকে পেটালেন চেয়ারম্যানের সমর্থকরা

BMTV Desk No Comments

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি :মযমনসিংহের ফুলবাড়ীয়ায় হুমগুটি খেলাকে কেন্দ্র করে আলমাছ উদ্দিন নামের এক ইউপি সদস্যকে মারপিট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (৪ জুন) রাত ১০ টার দিকে কুশমাইল ছলির বাজারে এ ঘটনা ঘটে। আলমাছ উদ্দিন উপজেলার ৩নং কুশমাইল ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য (মেম্বার) ও ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি।
আলমাছ উদ্দিনের ভাগিনা মোস্তাফিজুর রহমান জানান, শনিবার (৩ জুন) ফুলবাড়ীয়া পৌরএলাকার ৩নং ওয়ার্ডে হুমগুটি খেলার আয়োজন করে কর্তৃপক্ষ। আমরা উত্তরাঞ্চলের কুশমাইলের বরুকা, গড়পাড়া, চকরাধাকানাই ও বালিয়ানের কিছু অংশ মিলে গুটিখেলতেআসি। ধারাবাহিকতা রবিবার ভোররাত পর্যন্ত খেলাচলে এবং গড়পাড়া বেপারীপাড়া মাদ্রাসা সংলগ্ন স্থানে গুটি গুম করতেসক্ষমহই। এরপর সকাল ৭টার দিকে আমরা আনন্দ মিছিল করি।
সকাল ৯টার দিকেইউপি চেয়ারম্যান আব্দুল বাতিন পুলু’র নেতৃত্বে একটিগ্রুপ বেপারীপাড়া মাদ্রাসা সংলগ্ন স্থানেযায়। সেখানে স্থানীয় আলমাছ মেম্বারসহ অন্যদের সাথে কথাবলেন। তারা গুটিটি ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়ার প্রস্তাব করলে আমরা তাতে রাজি হইনি। শেষ পর্যন্ত চেয়ারম্যান সাহেব বললেনএনিয়ে কথা হবেরাত ৯টায় (৪জুন) কুশমাইল ইউ: বদরউদ্দিন উচ্চ বিদ্যালয়মাঠে। যথারীতি আলোচনায় বসা হলেওঅমিমাংসিত অবস্থায় চেয়ারম্যান সাহেব আলোচনা থেকে উঠে চলেযান। স্কুল গেইটে আলমাছ মেম্বারকে একা পেয়ে সেখানে অতর্কিতভাবে চেয়ারম্যান পক্ষের লোকজন হামলা চালায়। এতে আলমাছ মেম্বার মারাত্মভাবে আহতহলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আলমাছ মেম্বার ফুলবাড়ীয়াউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসানিচ্ছেন।এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষমতাসীন দলের সহযোগি সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ সহবিভিন্ন পর্যায়েরমানুষ দোষীদের বিরুদ্ধে শাস্তি দাবী করেন।
প্রত্যক্ষদর্শী ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.ছাইফুল ইসলাম বলেন, চেয়ারম্যানেরউপস্থিতিতে এমন ঘটনা খুবই ন্যাক্কারজনক। অন্য ঘটনার জেরেঐতিহ্যবাহী খেলাকেপ্রশ্নবিদ্ধ করাহয়েছে, যা মোটেওকাম্য নয়।
ইউপি চেয়ারম্যান মো.আব্দুল বাতিন পুলুবলেন,একটা আলোচনা বসছিলাম কিন্তু সমাধান হয়নি। আমি চলে আসার পর কে বা কারা মারামারির ঘটনা ঘটিয়েছে আমি জানিনা। যারা আমাকে জড়ানোর চেষ্টাকরছেন তাদের বিচার যেন উপরওয়ালা (আল্লাহ) করেন।