স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান ২৩ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ২৩ জনকে গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) মনিতোষ মজুমদার এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার দিঘারকান্দা কাদুর বাড়ীর সামনে রাস্তার পূর্ব পাশে ফুটপাত হতে চুরি করার অপরাধে ২জন আসামী মোঃ জামান মিয়া (২৪), কিশোর অপরাধী ইয়াছিন (১৫),কে গ্রেফতার করেন এবং তাদের নিকট হতে চোরাই আলামত একটি লোহার মেনহোলের ঢাকনা, যাহার দৈর্ঘ্য ২.৫ ফুট এবং প্রস্থ ০২ ফুট, ঢাকনার উপরে MCC ও নিচে 2023 লেখা উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) ফারুক আহম্মেদ এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ পশ্চিম বাজার এলাকা হতে চুরি মামলার আসামী হীরা সরকার (৪৩), পিতামৃত- রবিন্দ্র চন্দ্র সরকার, , সাং-সাকুয়াই (বন্দের পাড়া), থানা-হালুয়াঘাট, এপি/সাং- শম্ভুগঞ্জ পশ্চিম বাজার, কেশব লাল সাহা, পিতামৃত-ক্ষেত্র মোহন সাহা ওরফে লেডু মাষ্টারের বাড়ীর ভাড়াটিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) নিরুপম নাগ এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার ০২নং রামবাবু রোডস্থ মোঃ শামসুল ইসলামের বাসার ৪র্থ তলায় ধৃত আসামী রাজু আহম্মেদ এর ভাড়াটিয়া রুম হতে ৫জন জুয়াড়ী আটক করেন এবং তাদের নিকট হতে নগদ ১,৩০০/- (এক হাজার তিনশত) টাকা যার মধ্যে ৫০০/-টাকার নোট ০১টি, ১০০/-টাকার নোট ০৪টি, ৫০/-টাকার নোট ০৮টি, এবং জুয়া খেলায় ব্যবহৃত ৫২টি তাস, যাহার প্রত্যেকটি তাসেরকভার পৃষ্ঠায় ঘড়ির ছবি যুক্ত উদ্ধার করা হয়। জুয়াড়ীরা হলেন, কোতোয়ালী থানা এলাকার আশরাফুল মাখলুকাত (২৬), আরিফ হাসান (২৫), সাগর মিয়া (৩৩), প্রান্ত (২৪), রাজু আহম্মেদ (২৮),
এএসআই মাহমুদল এবং এএসআই নূরে আলম সংগীয় ফোর্স সহ থানা এলাকায় পৃথক পৃথক ভাবে অন্যান্য মামলায় ৬ জন আসামীদের আটক করেন।
আসামীরা হলেন ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকার মিন্টু মিয়া (৪০), সোহেল ওরফে মজিদ (৩৫), পাপ্পু মিয়া (৩০), মাসুদ রানা (৩০), মোঃ রাজু (২৫),
মোঃ মিঠুন (২৮)।
এসআই (নিঃ) শাহ মিনহাজ উদ্দিন এর নেতৃত্বে একটি টীম ময়মনসিংহ কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হতে প্রতারনা ও আত্বসাৎ মামলায় আসামী মোঃ রাজিব মিয়া (১৯) পিতা-হারুনুর রশিদ ওরফে হারুন, সাং- বলদিয়াপাড়া (ইসলামপুর) কাশিগঞ্জ, থানা- তারাকান্দা, এ/পি-শম্ভুগঞ্জ, থানাঃ কোতোয়ালী, জেলাঃ ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) শামছুজ্জামান এর নেতৃত্বে একটি টীম ময়মনসিংহ কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হতে দস্যুতার চেষ্টা মামলায় আসামী রাজন ওরফে
রাজু (২৫), সাং-বয়ড়া নদীর পাড়, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) কামরুল হাসান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় ফোর্স থানা এলাকায় নিয়মিত ডিউটি করাকালীন সময়ে সহ গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালী থানার চর কালিবাড়ী দক্ষিনপাড়া ৩২নং ওয়ার্ড ধৃত আসামী মোঃ হৃদয় এর দুচালা টিনের বসত ঘরের সামনে উঠান হতে ২জন মাদক ব্যবসায়ী মোঃ হৃদয় (২৫), । ফাহিম (২০)কে গ্রেফতার করেন। তারা দীর্ঘদিন যাবৎ অত্র থানা এলাকা সহ বিভিন্ন থানা/জেলায় মাদক ব্যবসা করে আসছিল। তাদের নিকট হতে ০১(এক) কেজিগাঁজা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) আজগর আলী, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় ফোর্স থানা এলাকায় নিয়মিত ডিউটি কালীন ময়মনসিংহ কোতোয়ালী থানার সানকিপাড়া সাকিনস্থ প্রভাতী সেনা বাইলেন হতে মাদক ব্যবসায়ী পারভেজ হোসেন (২৮), পার্থ (২১), শরিফুল(২৯)কে গ্রেফতার করেন। আসামীদের নিকট হতে সর্বমোট ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ইহাছাড়াও এসআই(নিঃ) আল মামুন থানা এলাকা হতে ময়মনসিংহ কোতোয়ালী থানার এলাকার ০১টি সিআর এবং ০১টি সিআর সাজা তামিল করেন। সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় চর নিলক্ষীয়ার মোঃ খোকন মিয়া () ও সিআর গ্রেফতারী পরোয়ানায় খোকন মিয়া গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।