ময়মনসিংহে নির্মাণাধীন ২০তলা ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিক নিহত

ময়মনসিংহে নির্মাণাধীন ২০তলা ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিক নিহত

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে নির্মাণাধীন ২০তলা ভবনের ছাদ থেকে পড়ে শিমুল মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।রোববার (১১ জুন) সকালে নগরীর বাউন্ডারী রোডের সাহেব আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিমুল মিয়া জামালপুর সদর উপজেলার মধ্য বটতলা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. ফারুক হোসেন বলেন, রড মিস্ত্রি শিমুল সকালে ২০তলা ভবনের ছাদে উঠে রডের কাজ করছিলেন। এসময় হঠাৎ অসাবধানে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

মো. ফারুক হোসেন বলেন, নিহতের স্বজনরা এখনো থানায় যোগাযোগ করেননি। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।