
You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ
বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। এখন পর্যন্ত বরিশাল ও খুলনা দুই সিটিতে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা। নিকটতম অবস্থানে আছেন ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থীরা। বরিশালে ১২৬ কেন্দ্রের ৪০টির ফল প্রকাশ হয়েছে। এর মধ্যে নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ৩৩ হাজার ৮৭৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলনের মুফতি ফয়জুল করিম ৯ হাজার ৭৬২ ভোট পেয়েছেন। আর খুলনা সিটিতে ২৮৯ কেন্দ্রের ১০টির ফল প্রকাশ হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক ৫ হাজার ৭৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থী মো. আব্দুল আউয়াল ১ হাজার ৯৬৪ ভোট পেয়ে পিছিয়ে আছেন।
এর আগে সকাল থেকে দুই সিটিতে মোটামুটি সুষ্ঠুভাবে ভোট চললেও বরিশালে দুপুরের দিকে নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে তিনিসহ দলের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন।এ ঘটনায় নগরের বিভিন্ন এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।