জাপানে দক্ষ জনবল প্রেরণে বগুড়ায় টিএমএসএসের সাথে জাপানী কোম্পানীর আলোচনা ও মতবিনিময়

image

You must need to login..!

Description

এম এ খালেক খান পিভিএম :

বাংলাদেশের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের সাথে জাপানে বাংলাদেশ থেকে দক্ষ জনবল প্রেরণে সম্ভাবনা ও প্রশিক্ষণের অন্তরায় দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বুধবার বগুড়ায় জাপানী কোম্পানীর সাথে টিএমএসএস দ্বিপাক্ষীয় আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠানটি বগুড়ার টিএমএসএসের আওতাধীন পরিচালিত ফাইভ স্টার হোটেল মমইন এন্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানে জাপানের মিরাই কোঃ লিমিটেডের প্রেসিডেন্ট আকিরা ইয়াসোটুমি ও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম আলোচনা করেন।আলোচনায় জাপানী কোম্পানীর পক্ষ থেকে জানানো হয়, সে দেশের সরকার জনবল ঘাটতি পুরণে এ দেশ থেকে দক্ষ জনবল নিবে।আলোচনায় জাপানি কোম্পানির পক্ষ থেকে আরো জানানো হয় জাপানে কাজে যোগদান করা কর্মী সে দেশের নাগরিকের সমপরিমাণ বেতন, ভাতা ও অন্য সুবিধার পাশাপাশি পরিবারসহ সে দেশে বসবাসের সুযোগ সুবিধা ভোগ করতে পারবে।আলোচনায় জাপানী কোম্পানীর কর্মকর্তারা জানান জাপান সরকার বাংলাদেশ থেকে দক্ষ ডাক্তার,নার্স, কেয়ার গিভার, ক্লিনার,কনস্ট্রাকশন কর্মী, অটোমোবাইল,কৃষি কাজসহ বিভিন্ন সেক্টরে দক্ষ জনশক্তি নিবে।টিএমএসএস নর্দান রিকুর্টিং এজেন্সি প্রশিক্ষণের মাধ্যমে সরকারী অনুমোদন সাপেক্ষে জনশক্তি প্রেরণের কাজ করছে।
আলোচনায় টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, টিএমএসএসের এইচইএম সেক্টরের নির্বাহী পরামর্শক মোহাম্মদ খায়রুল ইসলাম, টিএমএসএসের পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম প্রমুখ বক্তব্য দেন।আলোচনা সভায় জাপানি জনবল প্রেরণ কোম্পানির কর্মকর্তা,টিএমএসএস বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান,উপদেষ্টা পরিষদ সদস্য,পরামর্শক,উর্ধ্বতন কর্তৃপক্ষ,নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার