বিএমটিভি নিউজ ডেস্কঃ
জেলা প্রশাসন এবং সাংবাদিকরা একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ঢাকা জেলা প্রশাসক মমিনুর রহমান। ভালো সংবাদ পরিবেশনের জন্য ভালো পরিবেশ প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। গতকাল দুপুরে ঢাকা জেলা প্রশাসনের মিডিয়া সেল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এর আগে জেলা প্রশাসক লাল ফিতা কেটে এ সেলের উদ্বোধন করেন।জেলা প্রশাসক বলেন, আমরা জেলা প্রশাসন এবং সাংবাদিকরা একসঙ্গে কাজ করবো। আমাদের দেশে অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতির যে ধারায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই ধারা যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে। বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষের শক্তি যারা রয়েছেন তাদের অবদানের কারণে এ দেশ এগিয়ে যাচ্ছে। এখনো এদেশে যারা একসময় স্বাধীনতা, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে সেই শক্তি কিন্তু প্রায় বিভিন্ন রকম অপচেষ্টা চালিয়ে থাকে।জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘এটি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। যেখানে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, জজকোর্ট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতসহ অনেক আদালতের অবস্থান। এ এলাকায় অনেক সাংবাদিক কাজ করেন। তাদের বসার কোনো জায়গা ছিল না।