You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশের অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ১৬জনকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখা সহ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় ১৬ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, এসআই (নিঃ) ফারুক আহম্মেদ, ০১নং পুলিশ ফাড়ি, এর নেতৃত্বে একটি টীম অভিযান চালি্য়ে কোতোয়ালী মডেল থানার ৯৫/এ জে. সি. রোডস্থ ইমন মটরস দোকানের এর সামনে সরকারী পাকা রাস্তা হতে দস্যুতার প্রস্তুতি গ্রহনের অপরাধে ০৩জন দুস্কৃতিকারী শুভ(২২) মন্তা খা ওরফে রাজু (৩২) ও মোঃ আকাশ (২৫)দেরকে গ্রেফতার করেন এবং আসামীদের হেফাজত হতে একটি স্টিলের তৈরি ক্ষুর, যাহার দৈর্ঘ অনুমান ৫ ইঞ্চি এবং যহার একপাশে ধারালো, ২। এটি স্টিলের তৈরি ধারালো ক্ষুর, যাহার দৈর্ঘ অনুমান ৫ ইঞ্চি উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) শামছুজ্জামান, ০২নং পুলিশ ফাড়ি এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ০৫নং সিরতা ইউপিস্থ তেপান্তর সাকিনস্থ জনৈক হেলাল এর ফিসারীর সামনে পাকা রাস্তার উপর হতে ০৩জন মাদক ব্যবসায়ী মফিজুল (৫০), মোঃ রাকিবুল হাসান রনি(২৮) ও আবুল বাশার (৩৫)দেরকে গ্রেফতার করেন এবং আসামীদের নিকট হতে সর্বমোট (০২+০২+০২)=০৬(ছয়)গ্রাম হেরোইন যাহা পৃথক পৃথক ভাবে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় এবং উপরোক্ত ০২নং আসামীর নিকট হতে মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি নম্বর বিহীন মোটরসাইকেল লাল-কালো রংয়ের TVS METRO-100CC, চেসিস নং- D625MF53J1D04659, ইঞ্জিন নং- CF5DJ1X00345 উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) কামরুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালি্য়ে কোতোয়ালী মডেল থানার আকুয়া ওয়ারলেস শেষ মোড়স্থ আলমগীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সামনে পাকা রাস্তার উপর হতে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ অপু ইসলাম জয় (২৫)কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে Amarin Injection মোট ৫০(পঞ্চাশ) পিস, যার মোট ওজন (৫০x২)=১০০ মিঃ লিঃ, যাহার প্রতিটির গায়ে Amarin Injection 2ml Pheniramine maleate BP 45.5 mg/2ml লেখাসহ অন্যান্য লেখা বিদ্যমান, Easium Injection মোট ৫০(পঞ্চাশ) পিস, যার মোট ওজন (৫০x২)=১০০ মিঃ লিঃ, যাহার প্রতিটির গায়ে Easium Diazepam 10mg in 2ml লেখাসহ অন্যান্য লেখা বিদ্যমান, সর্বমোট (৫০+৫০)=১০০(একশত) পিস Injection, যাহার প্রতিটি ইনজেকশনের মূল্য অনুমান ১৫০ টাকা করিয়া সর্বমোট (১০০x১৫০)=১৫,০০০/-(পনের হাজার)টাকা উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) দিদার আলম বাদী ও র্যাব-১৪ ময়মনসিংহ এর সহায়তায় কোতোয়ালী মডেল থানার দীঘারকান্দা হৃদয়ের মোড় সাকিনস্থ দারুল উলুম মাদ্রাসা মসজিদের ভিতর বাদীর শোয়ার রুম হতে চুরি মামলায় আসামী মোঃ রিয়াদ (২৯)কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে চোরাই একটি কালো ও নীল রংয়ের VIVO এন্ড্রোয়েড মোবাইল ফোন, যাহার বাজার মূল্য অনুমান ১০,০০০/- (দশ হাজার) টাকা উদ্ধার করা হয়।
এএসআই (নিঃ) ওমর ফারুক ও এএসআই (নিঃ) সোহরাব হোসেন সংগীয় ফোর্সের সহায়তায় থানা এলাকা হতে অন্যান্য মামলায় মোট ০৪জন আসামীদের গ্রেফতার করেন। আসামীদের নাম ঠিকানা নিম্নরূপ রুবেল (২৯), মোঃ মিজান (২৮) হারুন অর রশিদ (৪৯) ও মোঃ আবু হানিফ (৩২)।
ইহাছাড়াও এসআই(নিঃ) আজগর আলী ০২টি সিআর সাজা, এএসআই(নিঃ) শামীমুল হাসান ০১টি সিআর সাজা এবং এএসআই(নিঃ) সোহরাব হোসেন ০১টি সিআর বডি তামিল করেন।
সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ০৩জন হলেন, মোঃ হাফিজুর রহমান মুকুল , মোঃ হাসান নাইম ও মোঃ আবুল কাশেম । সিআর গ্রেফতারী পরোয়ানায় ০১জন হলেন বিমলা খাতুন ।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।