বিএমটিভি নিউজ ডেস্কঃ
আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের বাকি অংশ আগামী অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি ৬-এর কার্যক্রম শুরু: অগ্রগতি, সম্ভাবনা ও অন্যান্য’ শীর্ষক সেমিনারে তিনি এ তথ্য জানান।
গত বছরের ২৮শে ডিসেম্বর রাজধানীবাসীর স্বপ্নের মেট্রোরেল উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন থেকে সাধারণ মানুষের চলাচলের জন্য মেট্রোরেল খুলে দেয়া হয়।