বিএমটিভি নিউজ ডেস্কঃ জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার ঘটনায় গ্রেপ্তার সাধুপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ চার আসামিকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করেছে র্যাব। আজ ভোরে তাদের থানায় হস্তান্তর করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা। তিনি বলেন, ভোরে চেয়ারম্যানসহ আরও তিনজনকে থানায় আনে র্যাব। তাদের আদালতে পাঠানো হবে আজ। একইসঙ্গে প্রত্যেকের সাতদিনের রিমান্ড চাওয়া হবে।এরআগে, শনিবার (১৭ জুন) পঞ্চগড় থেকে চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ তিনজন ও বগুড়া থেকে রেজাউলকে গ্রেপ্তার করা হয়।সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম বুধবার রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন।বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।