সাংবাদিক নাদিম হত্যার আসামী বাবুকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত

সাংবাদিক নাদিম হত্যার আসামী বাবুকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ    জামালপুরে আলোচিত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় ৪নং সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।পত্রপ্রাপ্তির ১০ (দশ) কার্য দিবসের মধ্যে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক নথিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম সোমবার, ১৯শে জুন স্বাক্ষর করেন।উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে র‌্যাব গত শনিবার পঞ্চগড় জেলা থেকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার পরবর্তী সময়ে র‌্যাবের সংবাদ সম্মেলনে অভিযুক্ত বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সাংবাদিক হত্যায় জড়িত মর্মে জানা যায়। ওই চেয়ারম্যান বর্তমানে জেল হাজতে আছেন।