১১ বছরের সাজা থেকে বাঁচতে ৩০ বছর পলাতকঃ অবশেষে গ্রেফতার

১১ বছরের সাজা থেকে বাঁচতে ৩০ বছর পলাতকঃ অবশেষে গ্রেফতার

BMTV Desk No Comments

গফরগাঁও উপজেলা সংবাদদাতাঃ
১১ বছরের সাজা থেকে বাঁচতে ৩০ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হলেন গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের বীরখারুয়া গ্রামের মৃত মোঃ মফিজ উদ্দিনের ছেলে কুখ্যাত ডাকাত মোঃ আজিজুল (৫৮)। মঙ্গলবার চট্রগ্রামের চান্দগাঁও থানা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে মঙ্গলবার গভীর রাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানায় কুখ্যাত ডাকাতকে হস্তান্তর করা হয়।


পাগলা থানার ওসি রাজু আহম্মেদ জানান, উক্ত ডাকাতকে ডাকাত আজিজুল আদালতের রায়ের পর পলাতক ছিল। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার ফলে তাকে ১১বৎসর স্বশ্রম কারাদন্ড ও ১০হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০১ বছরের কারাদন্ড প্রদান করে। দীর্ঘ ৩০বছর ছদ্দনাম শাহজাহান নাম ধারন করে চট্রগ্রামে বসবাস করেছিল। আজ বুধবার তাকে ময়মনসিংহের আদালতে পাঠানো হয়েছে । উল্লেখ্য, কুখ্যাত ডাকাত ৩০ বছরে পলাতক থেকেও তার রক্ষা হলো না। ##