ভোট চুরির পথ মসৃণ করতে ষড়যন্ত্র ও কূটকৌশলের ছক আঁকছে তারা-প্রিন্স

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে জনগণের ভোটে আওয়ামী লীগের শোচনীয় পরাজয় ঘটবে, সে কারণে আবার ভোট চুরির পথ মসৃণ করতে নিত্য নতুন ষড়যন্ত্র ও কূটকৌশলের ছক আঁকছে তারা।এসব করে এবার জনগণকে আর ধোঁকা দেয়া যাবে না।
তিনি আজ সকালে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌর শহরের ওয়ার্ড ভিত্তিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন । হালুয়াঘাট পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এমরান সালেহ প্রিন্স গতকাল সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, বিএনপি সেন্টমার্টিন দ্বীপসহ দেশের প্রতি ইঞ্চি ভূমি রক্ষার বদ্ধ পরিকর।এটাই বিএনপির রাজনীতি। অথচ আওয়ামী লীগ বিদেশীদের সমর্থনে ক্ষমতায় টিকে থাকার স্বার্থে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে বিভিন্ন সময় দেশ বিরোধী চুক্তি করেছে । প্রধানমন্ত্রী নিজেও একবার প্রতিবেশী দেশকে ‘অনেক কিছু ‘ দেবার কথা উল্লেখ করে বলেছিলেন , তারা এসব চিরদিন মনে রাখবে।
তিনি বলেন, বিএনপি কখনো কারো সাথে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় যায় নাই।বিএনপি আমলে গ্যাস বিক্রিও করা হয় নাই। কিন্তু ক্ষমতাসীনরা গোয়েবলসিয় কায়দায় মিথ্যাচার করে যাচ্ছে।তিনি বলেন, চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কট এবং আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ফেরাতে ও বিভ্রান্ত করতে আওয়ামী লীগ নেতা,- নেত্রীরা প্রতিনিয়ত, বিভ্রান্তিকর কথা ছড়াচ্ছেন। সেন্টমার্টি দ্বীপ নিয়ে প্রধানমন্ত্রী যেসব কথা বলেছেন ,তা বিভ্রান্তিকর । ক্ষমতার বিনিময়ে কে,কখন তাদের কাছে এই প্রবাল দ্বীপ চেয়েছে, তার ব্যাখ্যা না দিয়ে সংবেদনশীল বিষয়ে বন্ধু রাষ্ট্রকে জড়িয়ে মন্তব্য করে দেশকে মহা বিপদের দিকে ঠেলে দিচ্ছে তারা।এক তরফা নির্বাচনের নামে প্রহসন করতে যেয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক রাজনীতির খেলার মাঠে পরিণত করছে আওয়ামী লীগ । বাংলাদেশকে তারা ক্রস ফায়ারের দিকে ঠেলে দিচ্ছে ।
মতবিনিময় সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব ,উপজেলা বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, সুলতান মহিউদ্দিন ,ইসহাক আলী মাস্টার, রফিকুল ইসলাম,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান ,জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান আসিফ, পৌর বিএনপি নেতা মনিরুজ্জামান স্বাধীন, নুরুন্নবী ,হামিদুল ইসলাম, ফেরদৌস হাবিব, তাজিকুল ইসলাম, আকরাম হোসেন, হারন অর রশীদ , নূরে আলম সিদ্দিকী , রফিকুল ইসলাম ডায়মন্ড ,আবু জাফর, মওদুদ সোহেল, মঞ্জুরুল ইসলাম, সোহাগ মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর প্রমুখ উপস্থিত ছিলেন ।