
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন উর্ধ্বগতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী সরকারী কর্মকর্তা কর্মচারীদের ৫% প্রনোদনার ঘোষনা দিয়েছেন , ভালো কথা, কিন্তু সাধারণ মানুষের কি হবে ? সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে দিশেহারা ।সরকারের মন্ত্রী নিজেই বলেছেন,মানুষ বাজারে গেলে চোখের পানি ধরে রাখতে পারে না।সেই চোখের পানি ফেলা ৯২ শতাংশ জনগণের জন্য কিছু না করে নির্বাচনের আগে ৮ শতাংশ সরকারী কর্মকর্তা কর্মচারীদের কেনো সুবিধা দিচ্ছেন, জনগণ তা জানে। আওয়ামী লীগ জানে ,নিরপেক্ষ নির্বাচনে সাধারণ জনগণ তাদেরকে লাল কার্ড দেখাবে।সেজন্য জনগণের দুঃখ দূর্দশায় তাদের ভ্রুক্ষেপ নাই।কিন্তু এবার আর প্রশাসনকে অপব্যাবহার করে ১৪/১৮ মার্কা নির্বাচন হবে না।
তিনি আজ বিকেলে ময়মনসিংহের তারাকান্দায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ময়মনসিংহ উত্তর জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হযরত আহমদ সাকিবের সভাপতিত্বে তারাকান্দা সদরে মোকামিয়া কান্দা ঐশী রাইস মিল প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে ময়মনসিংহ উত্তর জেলার অন্তর্গত বিভিন্ন উপজেলা ও পৌর ইউনিট থেকে মৎস্যজীবী দলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
সম্মেলন উদ্বোধন করেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব আবদুর রহিম। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় বিএনপির গণ শিক্ষা বিষয়ক অধ্যক্ষ সেলিম ভূইয়া।বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ , যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার,ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী , মৎস্যজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া,জাকির হোসেন খান,এম এ হান্নান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি নেতা আহমেদ তাইয়্যেবুর রহমান হিরন, হাফেজ আজিজুল হক ,আব্দুস সাত্তার প্রমুখ ।
সম্মেলনে এমরান সালেহ প্রিন্স আরও বলেন, সরকারের মন্ত্রী ,নেতারা নিজেদের ব্যার্থতা,দুর্নীতি,লুটপাট আড়াল করতে মিথ্যাচার করছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রতিনিয়ত বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে। গতকাল পদ্মাসেতু নিয়ে তাদের দুর্নীতি ,লুটপাট আড়াল করতে বাগাড়ম্বর করেছেন।
পদ্মা সেতু আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ,লুটপাটের মূর্ত প্রতীক উল্লেখ করে এমরান সালেহ প্রিন্স বলেন, মানুষ যতবার পদ্মা সেতু দিয়ে যাতায়াত করে,ততবার এই সেতু তৈরী করতে সরকারের দুর্নীতি ,লুটপাটের কথা স্মরণ করে।