ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তায় ময়মনসিংহ র‍্যাব-১৪ এর সাপোর্ট সেন্টারের উদ্বোধন

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও সেবায় ময়মনসিংহ শহরের ঢাকা বাইপাস মোড়ে র‍্যাব-১৪ এর সাপোর্ট সেন্টার স্থাপন করা হয়েছে। আজ সকালে ময়মনসিংহস্থ র‍্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয় র‍্যাব সাপোর্ট সেন্টারের উদ্বোধন করেন। সেখানে মলম পার্টি, অজ্ঞান পার্টি ও ছিনতাই প্রতিরোধে ২৪ ঘন্টা কাজ করবে র‍্যাব সদস্যরা। এছাড়াও অসুস্থ হয়ে পরা যাত্রীদের জন্য মেডিকেল টিম, এ্যাম্বুলেন্স, তৃষ্ণার্তদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা ও হয়রানি প্রতিরোধে সেবা প্রদান করা হবে বলেও জানান র‍্যাবের অধিনায়ক। তাছাড়া উক্ত সাপোর্ট সেন্টার যানজট নিরসনেও কাজ করবে।

পরবর্তীতে অধিনায়ক ময়মনসিংহ শহরে অবস্থিত কোরবানির হাট পরিদর্শন করেন এবং জাল টাকা সনাক্তকরণসহ পশুর হাটে চাঁদাবাজি, ছিনতাই এবং পকেটমারসহ বিভিন্ন হয়রানি প্রতিরোধে র‌্যাব কন্ট্রোল রুম এর উদ্বোধন করেন। এসময় র‍্যাব-১৪ এর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।