প্রতিনিধি হালুয়াঘাট, ময়মনসিংহ
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের বিলডোরা মোজাকান্দা গ্রামে ২ জুলাই (রবিবার) সকাল ১০ টায় বজ্রপাতে মো.ইন্তাজ আলী (৭০)নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জানা যায়, নিহত ইন্তাজ আলী হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের মৃত আমির উদ্দিনের ছেলে।
জানা যায় ইন্তাজ আলীর হাঁসের খামার ছিল। সকাল ১০টার দিকে বাড়ির পাশে পতিত কৃষি জমি থেকে হাঁস আনতে গেলে এসময় বজ্রপাতে মৃত বরন করেন।
নিহতের ভাতিজা আবু কালাম বলেন আমারও হাঁসের খামার আছে, আমিও হাঁস আনতে পাশের জমিতে ছিলাম, বজ্রপাত হওয়ার কিছু সময় পর আর চাচাকে দেখতে পাচ্ছিনা,তখন আমি কাছাকাছি গেলে দেখি ১২টি হাঁস মারা গেছে।আর চাচাকে দেখি শুয়ে আছে, তখন আমি হাত দিয়ে চাচার শরীরে ধরতেই দেখি চাচার শরীর পুড়ে গেছে,তখন আমি ডাক চিৎকার দিলে আশে পাশের লোখজন চলে আসে।
হালুয়াঘাট থানার ওসি সুমন চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের আবেদনে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।