You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
অস্বাস্থ্যকর পরিবেশ ও ভ্যাট ফাঁকি দেওয়ায় ও অতিরিক্ত দাম আদায় করায় ময়মনসিংহের মুক্তাগাছায় একটি মন্ডার দোকানকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে মুক্তাগাছার ঐতিহ্যবাহী প্রসিদ্ধ আদি গোপাল পালের মন্ডার দোকান মালিককে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান।
একেএম লুৎফর রহমান বলেন, কারিগরদের অপরিচ্ছন্ন অবস্থায় মিষ্টি তৈরি, ভ্যাট ফাঁকি দেওয়া, ক্রেতাদের রসিদ না দেওয়া, উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য না রেখে অতিরিক্ত দাম আদায়, মূসকের চালান না দেওয়াসহ বেশ কিছু অপরাধে আদি গোপাল পালের মন্ডার দোকান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় এই জরিমানা করা হয়।
এসময় একই আইনে অন্যান্য দোকানে জরিমানা করা হয়। মন্ডার বিক্রয় মূল্যের সঙ্গে উৎপাদন খরচের সামঞ্জস্যের বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, মুক্তাগাছার প্রসিদ্ধ গোপাল পালের মন্ডা তাদের ঐতিহ্যকে পুঁজি করে দীর্ঘদিন যাবত সরকারী নিয়ম নীতি তোয়াক্কা না করে মনগড়াভাবে প্রতি কেজি মন্ডা ৬০০ টাকা ও গুড়ের মন্ডা ৬৫০ টাকা বিক্রি করে আসছে। এতে ভোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। দীর্ঘদিন যাবৎ সাধারণ ভোক্তারা মন্ডার অযৌক্তিক দাম বৃদ্ধির প্রতিবাদ করে আসলেও কর্তৃপক্ষ কর্ণপাত করেনি।
###