অর্থ দাবী, হত্যার হুমকি দেয়ায় ময়মনসিংহে মহিলা যুবলীগের নেত্রীর লাকির সাংবাদিক সম্মেলন

অর্থ দাবী, হত্যার হুমকি দেয়ায় ময়মনসিংহে মহিলা যুবলীগের নেত্রীর লাকির সাংবাদিক সম্মেলন

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ মহানগর মহিলা যুবলীগের যুগ্ম আহবায়ক শারমিন আক্তার লাকিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে হুমকি দিয়ে অর্থ দাবী, হত্যার হুমকি দেয়ায় আজ শনিবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করেছেন।

ময়মনসিংহ নগরীর বড় নয়াপাড়া খালপাড় এলাকার মোহাম্মদ উল্লাহ পলাশের স্ত্রী সাবেক ছাত্রলীগ নেতা লাকি সাংবাদিক সম্মেলনে জানান, নরসিংদী জেলার মনোহরদী সল্লা বাইদ গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে নাজনিন সুলতানা তুলি (৩৪) ধা্রাবাহিকভাবে গত ২০ জুন থেকে ৩০ জুন পর্যন্ত তার হোয়াটস অ্যাপ নম্বর ০১৭১৮৪২৪৪৭৩ ও ০১৯৭৮৪২৪৪৭৩ থেকে লাকির ০১৭৩৭ ১৯১৪১৫ নম্বরে ও তার পলাশের ০১৭১১৫২১০০৮ নম্বরে অসৎ উদ্দেশ্যে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট, অশ্লীল মানহানিকর কথা বার্তা লিখে মোটা অংকের টাকা করে আসছে।
এব্যাপারে শারমিন আক্তার লাকি ময়মনসিংহ বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল আদালতে নাজনিন সুলতানা তুলি (৩৪) বিরুদ্ধে সাইবার আইনে ৭২/২৩ মামলা দায়ের করেছেন । এব্যাপারে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন শারমিন আক্তার লাকি।