পুলিশ সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠী আরসার শীর্ষ নেতা নিহত

পুলিশ সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠী আরসার শীর্ষ নেতা নিহত

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ    

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে বন্দুকযুদ্ধে হুসেন মাঝি নামে সন্ত্রাসী গোষ্ঠী আরসার এক শীর্ষ নেতা নিহত হয়েছেন।
১৪ এপিবিএন এর আওতাধীন ক্যাম্প ১৭তে আরসা সন্ত্রাসী গোষ্ঠী এবং পুলিশের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে আরসার শীর্ষ সন্ত্রাসী হুসেন মাঝি নিহত হয়। আজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানান ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ।ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ওয়াকিটকি, মোবাইল, একাধিক মোবাইলের সিম উদ্ধার হয়েছে।
অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ আরো জানান, নিহত হুসেন মাঝি একাধিক হত্যা মামলার আসামি। সন্ত্রাসীদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে।

LATEST POSTS