You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ
বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে আফগানিস্তান দল। চট্টগ্রামের মাটিতে চলমান এই সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করে রেখেছে আফগানরা। যদিও এই সিরিজ জয় সহজে হয়নি বলে মনে করেন আফগানিস্তানের পেস বোলিং কোচ হামিদ হাসান।
আজ সোমবার চট্টগ্রামে সংবাদ সম্মেলন করতে এসে হামিদ বলছিলেন, ‘তাদের সহজে হারাইনি। এটার জন্য আমাদের অনেক অনুশীলন করতে হয়েছে এবং এভাবেই আমরা তৈরি হয়েছি।’আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দুই ম্যাচেই বাংলাদেশের ব্যাটাররা রীতিমতো সফরকারীদের স্পিন বিষে নীল হয়েছে। সাকিব-লিটনদের এমন ব্যাটিং দেখে অবাক হয়েছেন হামিদও। তবে ইএ আফগান কোচ মনে করেন, বাংলাদেশের থেকে এগিয়ে আছে আফগানিস্তান।
হামিদ বলেন, ‘আমরা কিছুটা ইতিবাচক ক্রিকেট খেলেছি। তাদের চেয়ে সম্ভবত এক ধাপ এগিয়ে ছিলাম আমরা। এ কারণেই তারা আমাদের বোলারদের ধরতে পারেনি অথবা ব্যাটারদের থামাতে পারেনি। এটাই সম্ভবত মূল বিষয় ছিল, আমরা ভেবেছি আমরা বাংলাদেশের চেয়ে এক ধাপ এগিয়ে এবং ফলাফল আপনারা দেখতেই পাচ্ছেন।’
হামিদ অবশ্য এটা মানছেন যে টাইগারদের ঘরের মাটিতে হারানো কঠিন, ‘বাংলাদেশকে তাদের মাটিতে হারানো আমার মনে হয় না সহজ কাজ। কিন্তু এর পেছনেও আমরা অনেক কাজ করেছি। আমরা প্রতিদিন ৫-৬ ঘণ্টা অনুশীলন করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে নিজেদের প্রতি আমাদের বিশ্বাস ছিল। এটা সবার জন্যই গুরুত্বপূর্ণ ছিল। যদি আপনার নিজের ওপর বিশ্বাস থাকে তাহলে আপনি যে কাউকে হারাতে পারবেন।’