ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাসহ গ্রেফতার ৩০

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখা সহ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় ৩০ জনকে গ্রেফতার করেছে।

এসআই (নিঃ) ফারুক আহম্মেদ, কোতোয়ালী থানা, ময়মনসিংহ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পাটগুদাম ব্রীজস্থ জারিয়া বিরিশিরি বাস স্যান্ডের সামনে জনৈক মোঃ শফিক (৪০) এর চায়ের দোকানের সামনে উপর হতে দস্যুতার চেষ্টা মামলার আসামী ইব্রাহিম খলিল (৩৫), গ্রাম-চরকালীবাড়ী (গুদারাঘাট) , মোঃ তাসলিম (২০), গ্রাম- পাটগুদাম বিহারী ক্যাম্প , মোঃ সোহেল (৩০), গ্রাম-মালগুদাম, রেল স্টেশন সর্ব থানা- ময়মনসিংহ সদর, জেলা-ময়মনসিংহ কে গ্রেফতার করেন এবং তাদের নিকট হতে ০১(এক)টি কাঠের হাতলযুক্ত ১৭.৪ সে. মি. লম্বা ফোল্ডিং চাকু, যাহা ফোল্ডিং অবস্থায় ১০ সে. মি. এবং খোলা অবস্থায় ১৭.৪ সে. মি. যাহার ষ্টীলের অংশের দৈর্ঘ্য ০৭.৪ সে.মি উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) আজগর আলী নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার সানকিপাড়া সাকিনস্থ আব্দুল্লার গলি জনৈক প্রফেসর ডঃ সরদার আব্দুস সাত্তার এর ধুপছায়া নামক বাসার সামনে হতে মাদক মামলার আসামী ময়মনসিংহ কোতোয়ালী থানার সানকিপাড়া আব্দুল্লার গলির সজীব ওরফে মালেঙ্গা সজীব (২৯), পিতা-আব্বাস আলী, জুয়েল মিয়া (২৮) কে গ্রেফতার করা হয় এবং তাদের নিকট হতে ১০(দশ)গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) আলাউদ্দিন নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার বলাশপুর সাকিনস্থ বলাশপুর আবাসন এলাকার সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী ময়মনসিংহ কোতোয়ালীর বলাশপুর আবাসনের ইয়াছিন আরাফাত (২০), জামালপুর সদর, -পিয়ারপুরের মোঃ রাসেল(৩০), কে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ১৫০ (একশত পঞ্চাশ) পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) আশরাফুল আলম,নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার বোররচর এলাকা হতে অন্যান্য মামলার আসামী কোতোয়ালী, বোররচর কুষ্টিয়া পাড়ার আকরাম হোসেন (৩৫)কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) তানভীর আহমেদ,নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার সিরতা উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজ গেটের বাম পাশে জনৈক ফারুকের চা দোকানের সামনে হতে মাদক মামলার আসামী আসিফ মিয়া(২০) , সাং- চর দূর্গাপুর, মোঃ মুঞ্জুরুল ইসলাম(২১), সাং- চর ভবানীপুর রৌমারা, উভয় থানা- কোতোয়ালী ময়মনসিংহ কে গ্রেফতার করা হয় এবং তাদের নিকট হইতে ৮০(আশি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) আনিছুর রহমান, নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার কেওয়াটখালী চরপাড়া মোড় এলাকা হইতে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ নয়ন (৩০), সাং-কৃষ্টপুর আলীয়া মাদ্রাসা, আমিরুল ইসলাম (২৫), সাং-আকুয়া শিকদার বাড়ী মার্কেট, উভয় থানা-কোতোয়ালী, ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) মাসুদ জামালী, নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হইতে ধর্ষণ মামলার আসামী মোঃ নাজমুল হক (৩৫), পিতা- মের মোস্তফা কামাল,সাং- মাগড়া, থানা, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) আসাদুজ্জামান নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পাটগুদাম ব্রীজ মোড় সরকারী পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী ফয়সাল আহমেদ রাশেদ (২৪), পিতা-কোরবান আলী, সাং-বলাশপুর, মোঃ জামিল (২২) পিতা-মোঃ মতিন, সাং-রেলির মোড়, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতা করা হয়।

এএসআই (নিঃ) নূরে আলম নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার গলগন্ডা জনৈক বিল্লাল হোসেনের বাড়ীর সামনের ঘরের ভিতর হতে অন্যান্য মামলার আসামী বিল্লাল হোসেন (৩৫) , পিতামৃত-ইদ্রিাস আলী, আবুল কালাম (৫০), পিতা-সাহাবুদ্দিন, হামিদুল (২৮), পিতা-মিন্টু মিয়া, সোহানুর হোসেন সোহেল (৪০), পিতা-সিদ্দিকুর রহমান, শাকিল আহমেদ (৩২), পিতা-তাইজুল ইসলাম, জাকির হোসেন (২৬), পিতামৃত-আজিজুল হক, মোঃ মুন্না (৩৫), পিতা-আঃ করিম মুন্সী, কাজল মিয়া (৪০), পিতা- শামসুল হক, মোঃ ইমরান (৩০), পিতা-লাল মিয়া, সর্ব সাং-কাঠগোলা বাজার,থানা-কোতোয়ালী, ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।
এএসআই (নিঃ)ছামিউল হক নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার বারুরী জনৈক মোঃ সাইদুল হোসেন এর বাড়ীর পাশে রাস্তার উপর হতে অন্যান্য মামলার আসামী মোঃ দুলাল (৪০) , পিতামৃত-রশিদ, সাং-বারুরী, জহিরুল ইসলাম (২২), পিতা-জৈনুদ্দিন, সাং-দাপুনিয়া জুগিপাড়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়ের গ্রেফতার করা হয়।
ইছাড়াও এসআই (নিঃ) মনিরুজ্জামান, এএসআই (নিঃ) সোহরাব হোসেন, হযরত আলী, নূরে আলম প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ০৪টি জিআর বডি তামিল করে। জিআর গ্রেফতারী পরোয়ানা ময়মনসিংহ সদরের মোঃ বাছেদ (), মোঃ বকুল মিয়া (৩২), বকুল মিয়া (৩২), রাজু (৩৩) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।##

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার