ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক নারীর মৃত্যুঃ ভর্তি ২৭ জনঃ আসোলেশন ওয়ার্ড চালু

image

You must need to login..!

Description
মতিউল আলম,ময়মনসিংহঃ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আসমা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় নতুন ভর্তি হয়েছেন ৩ জন। সোমবার (১০ জুলাই) বিকেলে হাসপাতালে ভর্তি হওয়ার ঘণ্টাখানেক পর আসমা বেগম মারা যান। আসমা বেগম কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি পুরান ঢাকায় বসবাস করতেন।হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন ডা. ফরহাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।ডেঙ্গু রোগীদের আলাদা আসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) হাসপাতালের প্রশাসনিক ভবনের তিন তলায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য এই আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়।

তিনি বলেন, চলতি মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জন রোগী মারা গেলেন। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন এবং এই পর্যন্ত ১২৯ জন ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন। ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই ঢাকা ও তার আশপাশের এলাকায় থাকতেন কিংবা ঢাকা থেকে ভ্রমণ করে এসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সচেতনতা ক্যাম্পেইন শুরু মসিকের
এদিকে একটি ডেঙ্গু সচেতন প্রজন্ম গড়ে তুলতে এবং শিশুদের মাধ্যমে পরিবারে সচেতনতার বার্তা পৌঁছে দিতে আজ মঙ্গলবার থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সচেতনতা ক্যাম্পেইন শুরু হয়েছে।

আজ সকালে নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল ও ময়মনসিংহ জিলা স্কুল মিলনায়তনে সচেতনতা ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার