স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ডাঃ মুনা, ডাঃ শাহজাদী ও ডাঃ মিলির মুক্তির দাবীতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ এর শিক্ষক এবং ও জি এস বি এর আয়োজনে ১৬ জুলাই কলেজ চত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ডাঃ মুনা, ডাঃ শাহজাদী ও ডাঃ মিলির মুক্তির দাবীতে এই মানববন্ধনে বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ এর উপাধ্যাক্ষ ডাঃ আবদুল হান্নান মিয়া,ডাঃ আবুল কালাম আজাদ, ডাঃ তায়েবা তানজিন মির্জা, মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ এহছানুল রেজা শুভন, ডাঃ কাঞ্চন সরকার । তারা তদন্ত ছাড়া কোন ডাক্তারকে যেন গ্রেফতার না করার আহবান জানান, ডাক্তারবৃন্দ চিকিৎসক সু রক্ষা আইন বাস্তবায়ন করার উদাত্ত আহ্বান জানান ।