
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গণতন্ত্র ,ভোটাধিকার হরণ করে সরকার জনগণ ও গণতান্ত্রিক বিশ্বকে প্রতিপক্ষ বানিয়ে রাষ্ট্রকে অন্ধকারে ঠেলে দিচ্ছে । গণতন্ত্রকে ভূলন্ঠিত করে রাষ্ট্রকে ক্রমাগত দুর্বল রাষ্ট্রে পরিণত করেছে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। ১ দফা ঘোষণা করা হয়েছে। যে কোনো মূল্যে এক দফার আন্দোলন সফল করতে হবে । তিনি আগামী ১৮ জুলাই পদযাত্রায় সকল স্তরের নেতাকর্মীদেরকে অংশ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, এই পদযাত্রার মধ্য দিয়ে গণ বিরোধী সরকারের পতন ঘন্টা বাজতে শুরু করবে। এক দফার আন্দোলনে সকল কর্মসূচি সফল করতে প্রতি মহুর্তে সর্বাত্মক প্রস্তুত থাকতে হবে ।
তিনি আজ বিকেলে ময়মনসিংহ বিএনপি কার্যালয়ে ময়মনসিংহ উত্তর ,দক্ষিন, ও মহানগর বিএনপির যৌথ প্রস্তুতি সভায় বক্তব্য রাখছিলেন ।
সভয়া তিনি বলেন, আওয়ামী লীগ নেতাদের হায়া-লজ্জা নাই ।সেজন্য তারা বিভ্রান্তিমূলক ,অসত্য কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে।তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বিদেশি বন্ধুদের বক্তব্যকে নিজেদের মত করে অপ ব্যাখ্যা করছে। বিএনপি নয়, আওয়ামী লীগের কারণে বিদেশীরা এখানে আসছে। আওয়ামী লীগের অধীনে নির্বাচনে ভোটাধিকার প্রতিষ্ঠা হবে না।সেজন্যই বিদেশী বন্ধুরা এখানে ভোটাধিকার প্রতিষ্ঠা করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে ভূমিকা পালন করছে। তিনি বলেন, সরকারের আশ্বাস,কাকুতি, মিনতির পরও বিদেশিরা কূটনৈতিক ভাষায় বাংলাদেশে নিরপেক্ষ ,মুক্ত ও অবাধ নির্বাচন এবং বাংলাদেশের জনগণকে পছন্দমতো প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ দেয়ার কথা বলে বুঝিয়ে দিচ্ছেন, সরকারের আশ্বাসে তাদের বিশ্বাস নাই।
সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, বাংলাদেশে সুষ্ঠু ,নিরপেক্ষ,অংশগ্রহণমূলক,গ্রহনযোগ্য নির্বাচনের পথে আওয়ামী লীগ সরকার একমাত্র বাধা ।সুষ্ঠু নিরপেক্ষ,অংশগ্রহণমূলক, গ্রহনযোগ্য নির্বাচনের একমাত্র গ্যারান্টি নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন । আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না।
তিনি বলেন,তিনি তথ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, তত্ত্বাবধায়ক সরকার আর ১/১১ র জরুরী অবস্থার সরকার এক নয়, এক এগারোর কুশীলব হাসান মাহমুদসহ আওয়ামী লীগ নেতারাই।তারাই ষড়যন্ত্র করে ১/১১ জরুরী অবস্থার সরকার কায়েম করেছিল,পরবর্তীকালে তাদের নেত্রীই স্বীকার করেছিলেন, ১/১১ জরুরী অবস্থার সরকার তাদের আন্দোলনের ফসল। নিজেদের ইচ্ছা অনুযায়ী আজীবন ক্ষমতায় থাকতে সংবিধান কাটাছিড়া করে এখন বলছেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।বর্তমান সংবিধান জনগণের স্বাধীন ভোটাধিকার নিশ্চিত করে না। এই সংবিধান জনগনের নয়, হাইব্রিড আওয়ামী লীগের।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা.মাহবুবুর রহমান লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, ওয়ারেস আলী মামুন,মহানগর, বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম ,উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক আমজাদ আলী ,দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলম, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বক্তব্য রাখেন ।উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর ও দক্ষিন মহানগর, বিএনপির অন্যান্য যুগ্ম আহ্বায়ক, সদস্য , অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ বক্তব্য রাখেন ।