ময়মনসিংহ নগরীতে এডিস মশার লার্ভা পাওয়ায় মামলা-জরিমানা

ময়মনসিংহ নগরীতে এডিস মশার লার্ভা পাওয়ায় মামলা-জরিমানা

July 17, 2023 97 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) গৃহীত নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ সোমবার দুপুরে পরিচালিত অভিযানে গুলকিবাড়ি এলাকার দুইটি বহুতল ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিকদের ২ মামলায় ১০ হাজার করে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপায়ন দাস শুভ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উল্লেখ্য,ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্রাশ প্রোগ্রাম চলমান রয়েছে।এডাল্টিসাইড ও লার্ভিসাইড প্রয়োগের পাশাপাশি ও পরিস্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। নিয়মিত মাইকিং, লিফলেট বিতরণের পাশাপাশি স্কুল ভিত্তিক সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অভিযানকালে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক