ময়মনসিংহের নতুন বিভাগীয় কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

ময়মনসিংহের নবযোগদানকৃত বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া ময়মনসিংহে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আজ ১৭ জুলাই সোমবার সকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ময়মনসিংহের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকরা বিভাগের সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন বিষয় তুলে ধরেন। প্রশ্নে সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে দৃঢ় মত বক্ত করেন। তিনি সাংবাদিকদের খোলামেলা কথা বলেন। তিনি সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করতে চান। এসময় তিনি সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।


সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আনোয়ার হোসেন ও রাজস্ব তাহমিনা আক্তার, স্হানীয় সরকারের পরিচালক ফরিদ আহমদ। গত ১৩ জুলাই দায়িত্ব গ্রহন করেন।

সভায় ময়মনসিংহ নগরীর প্রধান সমস্যা যানজট, সরকারের প্রশাসনিক দপ্তরগুলোতে তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন, নতুন বিভাগীয় কার্যালয় স্থাপনে অগ্রগতি ও অধিগ্রহণকৃত ভূমি মালিকদের জটিলতা নিরসন, বিভাগীয় নগরীর সড়কগুলো প্রশস্তকরণসহ নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন উপস্থিত সাংবাদিকরা।

এ সময় বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের মাধ্যমে মানুষ সারাবিশ্ব দেখে। আর এ কারণেই সঠিক দায়িত্ব পালনে আমি আপনাদের (সাংবাদিক) সহযোগিতা চাই। আমি এক স্বপ্নবাজ মানুষ। আমার স্বপ্ন হচ্ছে আকাশছোঁয়া। আমি স্বপ্ন দেখতে পছন্দ করি, দেখাতে পছন্দ করি। তবে তা কোনো অবাস্তব স্বপ্ন নয়।

তিনি আরও বলেন, আমি ময়মনসিংহে কাজ করতে এসেছি। সেজন্য আমি নিরন্তর দৌড়াতে চাই। আমি এখানে ভালোবাসা ছাড়া আর কিছুই নিতে আসিনি। আমি স্মরণীয় হয়ে থাকতে চাই না, আমি ময়মনসিংহবাসীর হৃদয়ে থাকতে চাই।

উম্মে সালমা তানজিয়া দেশের ৮ম বিভাগ ময়মনসিংহের ৬ষ্ঠ বিভাগীয় কমিশনার ও দেশের ২য় নারী কর্মকর্তা হিসেবে পদায়ন হয়েছে।তিনি এর আগে ২০১৬-১৯ পর্যন্ত ফরিদপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৭ সালে দেশের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হন। সর্বশেষ পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার