You must need to login..!
Description
মতিউল আলম, ময়মনসিংহঃ
ময়মনসিংহে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে নগরজুড়ে শান্তিপূর্ন শোডাউন করেছে বিএনপি। এ সময় অতিরিক্ত তাপদাহে হিস্ট স্টোকে আক্রান্ত হয়ে দক্ষিণ জেলা যুবদলের সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো: রুহুল আমীন সরকার (৪০) মৃত্যুবরণ করেছে (ইন্না……….রাজিউন)। সে সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়ন পনিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিল।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ২টায় ময়মনসিংহ নগরীর চরপাপড়া এলাকায় পদযাত্রা কর্মসূচি চলাকালে এই দূর্ঘটনা ঘটে। দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো: রোকনুজ্জামান সরকার রোকন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রুহুল আমীন সরকার যুবদলের সক্রিয় নেতা। সে আমাদের সাথে পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিল।
এ সময় নগরীর চরপাড়া এলাকায় পদযাত্রাটি পৌঁছলে এক পর্যায়ে রুহুল আমীন অসুস্থবোধ করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে প্রচন্ড রোদের তাপদাহ ও অতিরিক্ত গরমে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেওয়া অসংখ্য নেতাকর্মী অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাদেরকে পানি ঢেলে ও বাতাস করে সুস্থ করতে দেখা গেছে। বিএনপির পদযাত্রা চলাকালে নগরীর প্রধান প্রধান সড়ক সহ অলিগলি যানবাহন ও পথচারী চলাচলে অচল হয়ে পড়ে।
সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন কমিশন পুনর্গঠনসহ এক দফা দাবিতে ময়মনসিংহ নগরীতে পদযাত্রা করেছে বিএনপি। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত পদযাত্রাটি নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাসকান্দার ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহাম্মদ আজম খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এছাড়াও বক্তব্য রাখেন দক্ষিন, উত্তর ও মহানগর বিএনপির র্শীষ নেতৃবৃন্দ।
এদিকে যুবদল নেতা মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, দেশের গনতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনের কর্মসূচিতে যুবদল নেতা রুহুল আমীন সরকারের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর এই মৃত্যু দল ও দেশের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। সেই সঙ্গে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ যেন তাদের এই শোক সইবার শক্তি দান করেন। ###
মতিউল আলম