ময়মনসিংহে চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
ময়মনসিংহে নিজকক্ষ থেকে সাদমান রাফি রনি (৪০) নামে এক চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জুন) দুপুরে নগরীর পুরোহিতপাড়া এলাকার নিজবাসা থেকে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ডা. সাদমান রাফি রনি নগরীর পুরোহিতপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে। কুষ্টিয়ার একটি বেসরকারি হাসপাতালে এনেস্থেশিয়া চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি।ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. শাহ কামাল আকন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন বাড়িতে মা ও সাদমান ছাড়া আর কেউ ছিলেন না। দুপুর ১২টার দিকে সাদমানের কক্ষে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান মা রেহেনা বেগম। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।