ভাতিজির দায়ের কোপে ফুফু নিহত

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে ভাতিজির দায়ের কোপে ফুফু নুরুন্নাহার (৪০) নিহত হয়েছে।  বুধবার (১৯ জুলাই) রাত ৯ টার দিকে উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের বিজয়নগর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ভাতিজি মানুফা আক্তার পলাতক রয়েছে।নিহত নুরুন্নাহার ওই এলাকার আব্দুল কাদির ব্যাপারীর স্ত্রী। পলাতক মারুফা আক্তার একই এলাকার মানিক ড্রাইভারের স্ত্রী। নিহত নুরুন্নাহার সম্পর্কে পলাতক মারুফা আক্তারের ফুপু হয়।

ময়মনসিংহ কোতোয়ালী থানার ওসি তদন্ত  মো. ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন রাত ৯টার দিকে পারিবারিক বিষয় নিয়ে নুরুন্নাহারের সঙ্গে ঝগড়া হয় মারুফা আক্তারের। ঝগড়ার এক পর্যায়ে মারুফা দা দিয়ে কুপিয়ে নুরুন্নাহারকে গুরুতর আহত করে। পরে তাদের পরিবারের লোকজন নুরুন্নাহারকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. ফারুক হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।