মতিউল আলম, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ সদরে নুরুন্নাহার নামের এক নারীকে কুপিয়ে হত্যার ২৪ ঘন্টার মধ্যে কোতোয়ালী মডেল থানা পুলিশ হত্যা মামলার আসামী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে । বুধবার (১৯ জুলাই) দিনগত রাতে জেলার তারাকান্দা উপজেলার বিশকা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন, সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের বিজয়নগর এলাকার সাহেব আলীর ছেলে মো. মানিক (২৩) ও তার স্ত্রী মারুফা আক্তার (২০)।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।পুলিশ জানায়, নিহত নুরুন্নাহার সম্পর্কে গ্রেফতারকৃত আসামী মারুফার ফুফু। বাবার মৃত্যুর পর মারুফা তার বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। সম্প্রতি মারুফার মা দ্বিতীয় বিয়ে করায় তাকে বাড়ি থেকে বের করে দেন মারুফা। এসব নিয়ে তাদের মধ্যে কলহ লেগেই থাকতো।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ জানান, বুধবার (১৯ জুলাই) রাত ৯ টার দিকে উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের বিজয়নগর গ্রামে নুরুন্নাহার ও তার পরিবারের লোকজন মারুফাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। মারুফা বাড়ি থেকে যেতে না চাওয়ায় ঝগড়া ও মারামারির ঘটনা ঘটে। মারামারির একপর্যায়ে আসামি মায়মুনা ও মানিক নুরুন্নাহারের হাত-পা চেপে ধরেন। মারুফা দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে নুরুন্নাহারকে তার স্বজনরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত নুরুন্নাহার ওই এলাকার আব্দুল কাদির ব্যাপারীর স্ত্রী।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়। পরে জেলা পুলিশ সুপার এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল সহ ওসি কোতোয়ালী মডেল থানা ঘটনাস্থল পরিদর্শন করেন। কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফারুক হোসেন, এসআই (নিঃ) নিরূপম নাগ, এসআই (নিঃ) আনোয়ার হোসেন, এসআই (নিঃ) মনিরুজ্জামান, এএসআই (নিঃ) সুজন চন্দ্র সাহা সহ পুলিশ অভিযান চালিয়ে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করে। একইসঙ্গে হত্যায় জড়িত প্রধান আসামি মারুফা ও তার স্বামী মানিককে গ্রেফতার করে পুলিশ।##
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন।